Ajker Patrika

আমাকে ফোনে হুমকি দেয়, ‘তোর মৃত্যুর সময় হয়েছে’: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৯: ২৮
আমাকে ফোনে হুমকি দেয়, ‘তোর মৃত্যুর সময় হয়েছে’: শামীম ওসমান

নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান অভিযোগ করেছেন, অপরিচিত একটি নম্বর থেকে ফোন কল করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, তাঁকে ফোন কল দিয়ে বলা হচ্ছে— ‘তোর মৃত্যুর সময় এসে গেছে।’

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি এলাকায় শান্তি মিছিলে বক্তব্য দেওয়ার সময় এমন অভিযোগ করেন সংসদ সদস্য।

শামীম ওসমান বলেন, ‘গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে, “তোর মৃত্যুর সময় এসে গেছে”। তাদের বলব, কাদের ভয় দেখান? আমরা পঁচাত্তরের পর যারা রাজনীতিতে এসেছি মৃত্যুর ভয় করি না। বিশ্বের সব রাষ্ট্রকে বলতে চাই, যারা আমাদের হুমকি–ধমকি দেয় বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারও করুণার পাত্র নয়। আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে এ দেশে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা মৃত্যুকে ভয় করি না।’

তিনি আরও বলেন, ‘তারেক জিয়া বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে। ২০০১ সালে তারা ক্ষমতায় এসে আমাদের বহু নেতা–কর্মীকে হত্যা করেছে। আমার বাপ–দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নিইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সে জন্যই শেখ হাসিনা এত দিন দেশের ক্ষমতায়। এমপি–মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই।’

পথসভা থেকে শামীম ওসমানের নেতৃত্বে শান্তি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি থেকে পাগলা গিয়ে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত