কর্মশালায় ডিসি
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মোছা. ইয়াসমিন আক্তার বলেছেন, এখানকার স্কুল-কলেজে ছেলেদের কম পাওয়া যায়। সবাই যেকোনোভাবে ইতালি যেতে চান। এরপর তাঁরা ভয়াবহ বিপদে পড়েন। এই সংকট সমাধানে যিনি বিদেশে যাচ্ছেন তিনিসহ তাঁর পরিবারের সচেতনতা জরুরি। বিদেশে গেলে জেনেবুঝে দক্ষ হয়ে যেতে হবে।
আজ বুধবার নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে আয়োজিত জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ডিসির কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালা হয়।
লিবিয়া থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালি যাওয়াসহ অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধে সবার সচেতনতা ভীষণ জরুরি বলে অনুষ্ঠানে মন্তব্য করেন ইয়াসমিন আক্তার। তিনি বলেন, ‘আমার কাছে প্রায়ই বিভিন্ন পরিবারের সদস্যরা এসে জানান, তাঁদের স্বজনেরা লিবিয়ায় বিপদে পড়েছেন। তাঁরা জানেন না বৈধপথে এখন লিবিয়া যাওয়ার কোনো সুযোগ নেই।’
অবৈধভাবে বিদেশে যাওয়া বিপদ বিষয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় বেশি বেশি করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান ডিসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ক্ষেত্রে মাদারীপুরের পরিস্থিতি খুব খারাপ। চার বছর ধরে একজন আটকা। তাঁর পরিবার ৫৭ লাখ টাকা খরচ করেছে। ছেলেটা বেঁচে আছে কিনা, খোঁজ নেই। এ ধরনের ঘটনা অসংখ্য। এসব ঘটনা সহজে পুলিশকে জানায় না পরিবার। কারণ এতে অনেক সময় লিবিয়ায় নির্যাতনের মাত্রা বাড়ে। তাই যাওয়ার আগে সচেতন হতে হবে। আমরা পাচারকারীদের গ্রেপ্তারে সক্রিয় আছি।’
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাইনুদ্দিন সরকার, জেলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ স ম জাহাঙ্গীর আখতার, ডাসার উপজেলা প্রবাসবন্ধু ফোরাম সভাপতি বিধান চন্দ্র সরকার, কালকিনি উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মজিবর রহমান খান প্রমুখ।
মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মোছা. ইয়াসমিন আক্তার বলেছেন, এখানকার স্কুল-কলেজে ছেলেদের কম পাওয়া যায়। সবাই যেকোনোভাবে ইতালি যেতে চান। এরপর তাঁরা ভয়াবহ বিপদে পড়েন। এই সংকট সমাধানে যিনি বিদেশে যাচ্ছেন তিনিসহ তাঁর পরিবারের সচেতনতা জরুরি। বিদেশে গেলে জেনেবুঝে দক্ষ হয়ে যেতে হবে।
আজ বুধবার নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে আয়োজিত জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ডিসির কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালা হয়।
লিবিয়া থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালি যাওয়াসহ অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধে সবার সচেতনতা ভীষণ জরুরি বলে অনুষ্ঠানে মন্তব্য করেন ইয়াসমিন আক্তার। তিনি বলেন, ‘আমার কাছে প্রায়ই বিভিন্ন পরিবারের সদস্যরা এসে জানান, তাঁদের স্বজনেরা লিবিয়ায় বিপদে পড়েছেন। তাঁরা জানেন না বৈধপথে এখন লিবিয়া যাওয়ার কোনো সুযোগ নেই।’
অবৈধভাবে বিদেশে যাওয়া বিপদ বিষয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় বেশি বেশি করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান ডিসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ক্ষেত্রে মাদারীপুরের পরিস্থিতি খুব খারাপ। চার বছর ধরে একজন আটকা। তাঁর পরিবার ৫৭ লাখ টাকা খরচ করেছে। ছেলেটা বেঁচে আছে কিনা, খোঁজ নেই। এ ধরনের ঘটনা অসংখ্য। এসব ঘটনা সহজে পুলিশকে জানায় না পরিবার। কারণ এতে অনেক সময় লিবিয়ায় নির্যাতনের মাত্রা বাড়ে। তাই যাওয়ার আগে সচেতন হতে হবে। আমরা পাচারকারীদের গ্রেপ্তারে সক্রিয় আছি।’
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাইনুদ্দিন সরকার, জেলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ স ম জাহাঙ্গীর আখতার, ডাসার উপজেলা প্রবাসবন্ধু ফোরাম সভাপতি বিধান চন্দ্র সরকার, কালকিনি উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মজিবর রহমান খান প্রমুখ।
রাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
১৬ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
৩৬ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যারা এখন মামলা বাণিজ্য করছেন, যারা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে
১ ঘণ্টা আগে