অনিক হোসেন, ঢাকা
হাফিজুর মোল্যা, রাজবাড়ির কালুখালী থেকে এসেছেন রাজধানীর মেরাদিয়া হাটে। তাঁর সঙ্গে নিয়ে এসেছেন মায়ের শখের পোষা গরু লালনকে। মেরাদিয়া হাটে ঢুকতেই চোখের সামনে পড়ে কাপড়ের ফুল গায়ে জড়ানো আর গলায় রঙিন মালা পরানো কালো–লালচে রঙের গরুটি। ১৭–১৮ মণ ওজনের দৃষ্টি নন্দন গরুটির সঙ্গে অনেককে ছবি তুলতে দেখা যায়।
গরুর মালিক হাফিজুর মোল্যা আজকের পত্রিকাকে বলেন, আমার মা অনেক যত্ন করে ছোট থেকেই লালন কে বড় করেছে। গরুটি আমাদের অনেক যত্নের। লালনকে সব সময় আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইছি। এলাকা থেকে লালনকে ঢাকায় আনছি শখ করেই। বড় গরু হওয়ায় সবাই লালনকে দেখছে আর ছবি তুলছে।
হাফিজ জানান, শুক্রবার রাতে মেরাদিয়া হাটে এসেছেন তিনি। এখন পর্যন্ত লালনের দাম উঠেছে ৩ লাখ ২০ হাজার টাকা। কিন্তু তিনি লালনকে বিক্রি করতে চান ৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, আজ হাট শুরু হওয়ায় বড় গরু কেনার মত তেমন ক্রেতা আসে নাই। রোববার থেকে ক্রেতাদের আরও ভিড় শুরু হলে আমি আশাবাদী লালনকে ন্যায্য দামেই বিক্রি করতে পারবো।
লালনকে কিনতে আগ্রহী আলমগীর নামের এক ক্রেতা বলেন, গরুটি দেখতে অনেক সুন্দর। শখের গরুগুলোকে সাধারণত অনেক যত্নে পোষা হয়। এ জন্য এসব গরুতে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকে না। তাই এসব গরুর প্রতি সবার আগ্রহ থাকে।
হাফিজুর মোল্যা, রাজবাড়ির কালুখালী থেকে এসেছেন রাজধানীর মেরাদিয়া হাটে। তাঁর সঙ্গে নিয়ে এসেছেন মায়ের শখের পোষা গরু লালনকে। মেরাদিয়া হাটে ঢুকতেই চোখের সামনে পড়ে কাপড়ের ফুল গায়ে জড়ানো আর গলায় রঙিন মালা পরানো কালো–লালচে রঙের গরুটি। ১৭–১৮ মণ ওজনের দৃষ্টি নন্দন গরুটির সঙ্গে অনেককে ছবি তুলতে দেখা যায়।
গরুর মালিক হাফিজুর মোল্যা আজকের পত্রিকাকে বলেন, আমার মা অনেক যত্ন করে ছোট থেকেই লালন কে বড় করেছে। গরুটি আমাদের অনেক যত্নের। লালনকে সব সময় আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইছি। এলাকা থেকে লালনকে ঢাকায় আনছি শখ করেই। বড় গরু হওয়ায় সবাই লালনকে দেখছে আর ছবি তুলছে।
হাফিজ জানান, শুক্রবার রাতে মেরাদিয়া হাটে এসেছেন তিনি। এখন পর্যন্ত লালনের দাম উঠেছে ৩ লাখ ২০ হাজার টাকা। কিন্তু তিনি লালনকে বিক্রি করতে চান ৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, আজ হাট শুরু হওয়ায় বড় গরু কেনার মত তেমন ক্রেতা আসে নাই। রোববার থেকে ক্রেতাদের আরও ভিড় শুরু হলে আমি আশাবাদী লালনকে ন্যায্য দামেই বিক্রি করতে পারবো।
লালনকে কিনতে আগ্রহী আলমগীর নামের এক ক্রেতা বলেন, গরুটি দেখতে অনেক সুন্দর। শখের গরুগুলোকে সাধারণত অনেক যত্নে পোষা হয়। এ জন্য এসব গরুতে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকে না। তাই এসব গরুর প্রতি সবার আগ্রহ থাকে।
জোটের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও খুনিদের বিচার করা, দেশটা গুছিয়ে আনা। তা না করে তারা দেশের বাণিজ্য, শিল্প, কৃষি ও জ্বালানি নীতি মার্কিন সাম্রাজ্যবাদের কথামতো বাস্তবায়ন করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যা করত, এই
২ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে। বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম
৫ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
১৬ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে