নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে এবং শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যান।
শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করা হলে ঐতিহ্যবাহী কলেজগুলোর স্বকীয়তা নষ্ট হবে এবং উচ্চমাধ্যমিক স্তর বিলুপ্ত হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। এ কারণে তাঁরা এ উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কলেজ ও বদরুন্নেসা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দিই।’
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর পক্ষে-বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চমাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার প্রতিবাদে আজ সড়ক অবরোধ করেন তাঁরা।
গত ২৪ সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামোর একটি খসড়া প্রকাশ করে মতামত চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ৯ অক্টোবর পর্যন্ত প্রায় ৬ হাজার মতামত জমা পড়ে। বর্তমানে মতামতগুলো বিশ্লেষণের কাজ চলছে। মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুতই শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনদের নিয়ে ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে।
তবে বিশ্ববিদ্যালয় গঠনের এ প্রক্রিয়ায় একদিকে যেমন উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পক্ষে অবস্থান নিয়েছেন একই কলেজগুলোর স্নাতক পর্যায়ের অনেক শিক্ষার্থী।
ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে এবং শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যান।
শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করা হলে ঐতিহ্যবাহী কলেজগুলোর স্বকীয়তা নষ্ট হবে এবং উচ্চমাধ্যমিক স্তর বিলুপ্ত হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। এ কারণে তাঁরা এ উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কলেজ ও বদরুন্নেসা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দিই।’
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর পক্ষে-বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চমাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার প্রতিবাদে আজ সড়ক অবরোধ করেন তাঁরা।
গত ২৪ সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামোর একটি খসড়া প্রকাশ করে মতামত চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ৯ অক্টোবর পর্যন্ত প্রায় ৬ হাজার মতামত জমা পড়ে। বর্তমানে মতামতগুলো বিশ্লেষণের কাজ চলছে। মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুতই শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনদের নিয়ে ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে।
তবে বিশ্ববিদ্যালয় গঠনের এ প্রক্রিয়ায় একদিকে যেমন উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পক্ষে অবস্থান নিয়েছেন একই কলেজগুলোর স্নাতক পর্যায়ের অনেক শিক্ষার্থী।
‘চাকসু থাকলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবহন ও আবাসন—এসব ইস্যুতে সরাসরি আলোচনার সুযোগ মিলবে। তাই সবাই এই নির্বাচনের অপেক্ষায়।’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিলা হক। এটা শুধু তানজিলার কথা নয়। এমন ছাত্র প্রতিনিধি পাওয়ার অপেক্ষায় অনেকেই।
৬ ঘণ্টা আগেদেশের বিভিন্ন এলাকায় বৈধ-অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য রাসায়নিকের দোকান ও গুদাম। মাঝেমধ্যেই এসব স্থানে আগুন লাগে, ঘটে প্রাণহানি। ফায়ার ফাইটাররা সাধারণ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারলেও রাসায়নিকের আগুন নেভাতে গিয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় তাঁদের।
৬ ঘণ্টা আগেরোজকার মতো গতকাল মঙ্গলবারও তাঁরা পোশাক কারখানায় কাজে গিয়েছিলেন। আগুনে কারখানাতেই নিভে গেল তাঁদের জীবনপ্রদীপ। সন্ধ্যা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গুরুতর দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বল
৬ ঘণ্টা আগেহাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপু দাশ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু দাশ ওই ইউপির ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাশের ছেলে।
৬ ঘণ্টা আগে