জবি সংবাদদাতা
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে গুলিস্তান জিরো পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না।
আন্দোলনের সমন্বয়কারী শাহিনুর ইসলাম সান আজকের পত্রিকাকে বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের রাজপথে থাকার কোনো ইচ্ছা নেই। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে। সরকার যতো দ্রুত আমাদের দাবি মেনে নিবে, ততো দ্রুত আমরা ক্লাসে ফিরে যাবে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা চাই, আমাদের দাবি মেনে নিক। আমরা ক্লাসে ফিরে যাবো।
কবি নজরুল কলেজের সমন্বয়কারী মেহেদী হাসান বলেন, আমাদের কলেজ ছোট হওয়ায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনে যোগ দেব।
আন্দোলনের সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যত ধরণের অযৌক্তিক কোটা রয়েছে সেগুলো বাতিল করে সংসদে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। আমাদের এখন এটাই দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
এর আগে সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ঢাবির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকের রাস্তা অবরোধের জন্য চলে যায়।
এদিকে গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘণ্টা ধরে পুরানো ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড় সব অচল হয়ে রয়েছে। সন্ধ্যার আগে এমন অচলাবস্থাই থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে গুলিস্তান জিরো পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না।
আন্দোলনের সমন্বয়কারী শাহিনুর ইসলাম সান আজকের পত্রিকাকে বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের রাজপথে থাকার কোনো ইচ্ছা নেই। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে। সরকার যতো দ্রুত আমাদের দাবি মেনে নিবে, ততো দ্রুত আমরা ক্লাসে ফিরে যাবে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা চাই, আমাদের দাবি মেনে নিক। আমরা ক্লাসে ফিরে যাবো।
কবি নজরুল কলেজের সমন্বয়কারী মেহেদী হাসান বলেন, আমাদের কলেজ ছোট হওয়ায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনে যোগ দেব।
আন্দোলনের সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যত ধরণের অযৌক্তিক কোটা রয়েছে সেগুলো বাতিল করে সংসদে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। আমাদের এখন এটাই দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
এর আগে সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ঢাবির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকের রাস্তা অবরোধের জন্য চলে যায়।
এদিকে গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘণ্টা ধরে পুরানো ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড় সব অচল হয়ে রয়েছে। সন্ধ্যার আগে এমন অচলাবস্থাই থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১০ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ৬ জুলাই (বুধবার) থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সিলিং কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
১৯ মিনিট আগেআওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তাঁরা সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন বলে দাবি করেছে ডিবি।
১ ঘণ্টা আগেরাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১ ঘণ্টা আগে