জবি সংবাদদাতা
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে গুলিস্তান জিরো পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না।
আন্দোলনের সমন্বয়কারী শাহিনুর ইসলাম সান আজকের পত্রিকাকে বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের রাজপথে থাকার কোনো ইচ্ছা নেই। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে। সরকার যতো দ্রুত আমাদের দাবি মেনে নিবে, ততো দ্রুত আমরা ক্লাসে ফিরে যাবে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা চাই, আমাদের দাবি মেনে নিক। আমরা ক্লাসে ফিরে যাবো।
কবি নজরুল কলেজের সমন্বয়কারী মেহেদী হাসান বলেন, আমাদের কলেজ ছোট হওয়ায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনে যোগ দেব।
আন্দোলনের সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যত ধরণের অযৌক্তিক কোটা রয়েছে সেগুলো বাতিল করে সংসদে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। আমাদের এখন এটাই দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
এর আগে সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ঢাবির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকের রাস্তা অবরোধের জন্য চলে যায়।
এদিকে গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘণ্টা ধরে পুরানো ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড় সব অচল হয়ে রয়েছে। সন্ধ্যার আগে এমন অচলাবস্থাই থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে গুলিস্তান জিরো পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না।
আন্দোলনের সমন্বয়কারী শাহিনুর ইসলাম সান আজকের পত্রিকাকে বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের রাজপথে থাকার কোনো ইচ্ছা নেই। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে। সরকার যতো দ্রুত আমাদের দাবি মেনে নিবে, ততো দ্রুত আমরা ক্লাসে ফিরে যাবে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা চাই, আমাদের দাবি মেনে নিক। আমরা ক্লাসে ফিরে যাবো।
কবি নজরুল কলেজের সমন্বয়কারী মেহেদী হাসান বলেন, আমাদের কলেজ ছোট হওয়ায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনে যোগ দেব।
আন্দোলনের সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যত ধরণের অযৌক্তিক কোটা রয়েছে সেগুলো বাতিল করে সংসদে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। আমাদের এখন এটাই দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
এর আগে সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ঢাবির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকের রাস্তা অবরোধের জন্য চলে যায়।
এদিকে গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘণ্টা ধরে পুরানো ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড় সব অচল হয়ে রয়েছে। সন্ধ্যার আগে এমন অচলাবস্থাই থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে