মোস্তাকিম ফারুকী, ঢাকা
করোনার বিধিনিষেধে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার ভোর থেকেই সদরঘাটে লঞ্চে চলাচল শুরু হয়েছে।
বেশ কিছু দিন বিরতির কারণে অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। ডেকে স্বাস্থ্যবিধি উপেক্ষিত।বিকেলে যাত্রীর চাপ আরও বেশি হবে বলে ধারণা করছেন সদরঘাট নৌ-পুলিশ উপপরিদর্শক মো. শহিদুল। তিনি জানান, বিকেলে যাত্রীর চাপ বাড়তে পারে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সর্বশেষ লকডাউনে গত ২৩ জুলাই থেকে সব গণপরিবহন বন্ধ ছিল। বুধবার বিধিনিষেধ শিথিল হওয়ায় দীর্ঘ ১৯ দিন পর চলছে লঞ্চ। এতে প্রাণ ফিরে পেয়েছে ঢাকার নদী-বন্দর সদরঘাট। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রা শুরু করেছে লঞ্চগুলো। অনেক দিন পর যাত্রীদের পদচারণা বেড়েছে সদর ঘাটে।
সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল ৫টা থেকেই টার্মিনালে যাত্রীদের আনাগোনা শুরু হয়েছে। নৌশ্রমিকদের হাঁক-ডাকে মুখর সদরঘাট লঞ্চ টার্মিনাল। ডাকাডাকি করেই যাত্রী ওঠানো হচ্ছে। লঞ্চগুলোর ভেতরে কিছুটা ফাঁকা দেখা গেছে। উচ্চ শব্দে একের পর এক হুইসেল বাজছে।
মুলাদীগামী রিয়াজ আহমেদ বলেন, রাত থেকেই ভাবতেছিলাম কখন সকাল হবে, কখন বাড়ি যাব। তাই ফজরের পরই এসে উপস্থিত হয়েছি। অনেক দিন বাড়ি যাই না। লঞ্চে বসে খুব ভালো লাগছে।
লঞ্চ রাসেল-৫ এর সুপার ভাইজার আরিফুল ইসলাম বলেন, লঞ্চ ভর্তি মানে আমাদের পেট ভর্তি। দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকায় জীবন পরিচালনা প্রায় দুর্বিষহ হয়ে পড়েছিল। লঞ্চে যাত্রী আগমন শুরু হয়েছে দেখে নতুন করে প্রাণ ফিরে পেয়েছি। আমরা আর লকডাউন চাই না।
বরিশালগামী নাজমুল বলেন, ঈদে যেতে পারি নাই। ইচ্ছা করেই যায় নাই কারণ ঈদের দুদিন পর লকডাউন দেবে। কর্মস্থলে ফিরতে পারব না, সেই ভয়ে যেতে পারি নাই। এখন যেতে পারার অনুভূতি অন্যরকম। ছোট বাচ্চা এবং পরিবারের জন্য নতুন কাপড় কিনে রেখেছিলাম। কখন তাদের হাতে দেব, মনটা ব্যাকুল হয়ে আছে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, বিআইডব্লিউটিএ সদরঘাটের এর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবদিন বলেন, সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ৪৩ রুটে প্রতিদিন প্রায় ১৫০টি লঞ্চ চলাচল করে। আমরা মাস্কবিহীন কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছি না। পূর্ণ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে পারবে, তাই ভাড়া আগের মতই আছে। ডেকে স্বাস্থ্যবিধি মানা নিয়ে সংশয় থাকলেও, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যাতায়াত স্বাভাবিক রাখা।
করোনার বিধিনিষেধে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার ভোর থেকেই সদরঘাটে লঞ্চে চলাচল শুরু হয়েছে।
বেশ কিছু দিন বিরতির কারণে অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। ডেকে স্বাস্থ্যবিধি উপেক্ষিত।বিকেলে যাত্রীর চাপ আরও বেশি হবে বলে ধারণা করছেন সদরঘাট নৌ-পুলিশ উপপরিদর্শক মো. শহিদুল। তিনি জানান, বিকেলে যাত্রীর চাপ বাড়তে পারে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সর্বশেষ লকডাউনে গত ২৩ জুলাই থেকে সব গণপরিবহন বন্ধ ছিল। বুধবার বিধিনিষেধ শিথিল হওয়ায় দীর্ঘ ১৯ দিন পর চলছে লঞ্চ। এতে প্রাণ ফিরে পেয়েছে ঢাকার নদী-বন্দর সদরঘাট। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রা শুরু করেছে লঞ্চগুলো। অনেক দিন পর যাত্রীদের পদচারণা বেড়েছে সদর ঘাটে।
সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল ৫টা থেকেই টার্মিনালে যাত্রীদের আনাগোনা শুরু হয়েছে। নৌশ্রমিকদের হাঁক-ডাকে মুখর সদরঘাট লঞ্চ টার্মিনাল। ডাকাডাকি করেই যাত্রী ওঠানো হচ্ছে। লঞ্চগুলোর ভেতরে কিছুটা ফাঁকা দেখা গেছে। উচ্চ শব্দে একের পর এক হুইসেল বাজছে।
মুলাদীগামী রিয়াজ আহমেদ বলেন, রাত থেকেই ভাবতেছিলাম কখন সকাল হবে, কখন বাড়ি যাব। তাই ফজরের পরই এসে উপস্থিত হয়েছি। অনেক দিন বাড়ি যাই না। লঞ্চে বসে খুব ভালো লাগছে।
লঞ্চ রাসেল-৫ এর সুপার ভাইজার আরিফুল ইসলাম বলেন, লঞ্চ ভর্তি মানে আমাদের পেট ভর্তি। দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকায় জীবন পরিচালনা প্রায় দুর্বিষহ হয়ে পড়েছিল। লঞ্চে যাত্রী আগমন শুরু হয়েছে দেখে নতুন করে প্রাণ ফিরে পেয়েছি। আমরা আর লকডাউন চাই না।
বরিশালগামী নাজমুল বলেন, ঈদে যেতে পারি নাই। ইচ্ছা করেই যায় নাই কারণ ঈদের দুদিন পর লকডাউন দেবে। কর্মস্থলে ফিরতে পারব না, সেই ভয়ে যেতে পারি নাই। এখন যেতে পারার অনুভূতি অন্যরকম। ছোট বাচ্চা এবং পরিবারের জন্য নতুন কাপড় কিনে রেখেছিলাম। কখন তাদের হাতে দেব, মনটা ব্যাকুল হয়ে আছে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, বিআইডব্লিউটিএ সদরঘাটের এর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবদিন বলেন, সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ৪৩ রুটে প্রতিদিন প্রায় ১৫০টি লঞ্চ চলাচল করে। আমরা মাস্কবিহীন কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছি না। পূর্ণ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে পারবে, তাই ভাড়া আগের মতই আছে। ডেকে স্বাস্থ্যবিধি মানা নিয়ে সংশয় থাকলেও, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যাতায়াত স্বাভাবিক রাখা।
বাগেরহাটের চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।
৯ মিনিট আগেযশোরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া সুলতানা (১৩) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মারিয়া সুলতানা লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের...
১৪ মিনিট আগেরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২৬ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
১ ঘণ্টা আগে