Ajker Patrika

সোনারগাঁয়ে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২০: ৫৮
সোনারগাঁয়ে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় প্রায় দুই হাজার অবৈধ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পৌর এলাকার অর্জুন্দী, দরপত, ঠোটালিয়াসহ ৪টি গ্রামের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৪ কিলোমিটার এলাকার অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম বলেন, ‘সোনারগাঁ পৌরসভার অর্জুন্দী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হয়। এ সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় ৪টি গ্রামের দুই হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান ও আতিকুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত