Ajker Patrika

আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক সই

ঢাবি প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক সই

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের আঘাতজনিত ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং যুক্তরাষ্ট্রের এবিএফ ইনভেস্টমেন্ট কোম্পানির মধ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার উপাচার্য লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। 

এই সমঝোতা স্মারকের আওতায় তারা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে কাজ করবে। শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে তারা যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত আদান প্রদান করবে। এ ছাড়া তারা গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, আইএলও-এর অফিসার ইন চার্জ মারি লা রোজা এবং এবিএফের কোম্পানি সেক্রেটারি মি. পল লিস্টার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. ফ্রান্সিসকো বেনিতেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. দিলারা জাহিদ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত