Ajker Patrika

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১১: ৩২
বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর বাড্ডার বেরাইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ বুধবার ভোর ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলেন মো. সাইদ হাসান (৩৭), তাঁর স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, তিনতলা বাড়ির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। আর দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে ৩য় তলায় থাকেন। রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। 

তিনি জানান, কাপ্তান বাজারে সাইদের দোকান রয়েছে। আর তাঁর স্ত্রী গৃহিণী। 

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, সাইদের ৯৮ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত