ঢামেক প্রতিনিধি
রাজধানীর বাড্ডার বেরাইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ বুধবার ভোর ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. সাইদ হাসান (৩৭), তাঁর স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, তিনতলা বাড়ির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। আর দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে ৩য় তলায় থাকেন। রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি জানান, কাপ্তান বাজারে সাইদের দোকান রয়েছে। আর তাঁর স্ত্রী গৃহিণী।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, সাইদের ৯৮ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজধানীর বাড্ডার বেরাইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ বুধবার ভোর ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. সাইদ হাসান (৩৭), তাঁর স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, তিনতলা বাড়ির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। আর দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে ৩য় তলায় থাকেন। রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি জানান, কাপ্তান বাজারে সাইদের দোকান রয়েছে। আর তাঁর স্ত্রী গৃহিণী।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, সাইদের ৯৮ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৭ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
৯ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
১৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৯ মিনিট আগে