Ajker Patrika

আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকা ২ ব্যাংকের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৯: ৩২
আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকা ২ ব্যাংকের পরীক্ষা স্থগিত

তিনটি ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা দুটি আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (এইউএসটি) নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। 

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)  ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
এর আগে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানায়, রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জড়িত। এ ঘটনায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তারও করেছে ডিবি।
 
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৬ নভেম্বর পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে। এই পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাসহ প্রশ্ন জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। 

অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে। ১৪ নভেম্বরের মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে তাদের। চিঠির জবাব পাওয়ার পরেই অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বাতিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত