Ajker Patrika

হঠাৎ কারখানা খোলায় ট্রাকে-পিকআপে ঢাকা ছুটছেন শ্রমিকেরা

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১২: ০৭
Thumbnail image

১ আগস্ট থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় সরকারের এমন ঘোষণায় সারা দেশ থেকে ঢাকার পথে যাত্রা শুরু করছেন এসব কারখানার শ্রমিক-কর্মচারীরা। কিন্তু কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, অটোরিকশায় ঢাকার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরেজমিনে দেখা গেছে, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলার এমন বহু দৃশ্য। খোলা ট্রাক বা পিকআপে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, গাদাগাদি করে দাঁড়িয়ে নারী-পুরুষ ঢাকায় ছুটছেন। হঠাৎ কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শ্রমিকেরা এমন বিপাকে পড়েছেন।

সিরাজগঞ্জ থেকে ট্রাকে আসা নারী শ্রমিক আয়েশা বেগম জানান, রাতে জানতে পেরেছেন রোববার থেকে তাঁদের কারখানা চালু হবে। এ জন্য উপায় না পেয়ে তিনি ট্রাকে রওনা হয়েছেন। বাইপাইলে তাঁদের কারখানার আরও কয়েকজন সহকর্মীও তাঁর সঙ্গে ট্রাকে রয়েছেন বলে জানান তিনি।
 
ট্রাকে-পিকআপে যাত্রী পরিবহনসালাম কাদের ও আমিনুর নামের দুই যাত্রী বলেন, অন্য কোনো উপায় না পেয়ে তাঁরা বেশি ভাড়ায় পিকআপের যাত্রী হয়েছেন। যেকোনো উপায়ে শনিবারের মধ্যে কারখানায় পৌঁছাতে হবে বলে জীবনের ঝুঁকি থাকলে এভাবে যেতে হচ্ছে বলে মন্তব্য তাঁদের।

এ প্রসঙ্গে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হকের সঙ্গে কথা হলে তিনি ট্রাক-পিকআপে যাত্রী যাওয়ার কথা স্বীকার করে বলেন, যাত্রীবাহী যানবাহন বন্ধ আছে এবং হঠাৎ করে কারখানা খুলে দেওয়ার ঘোষণা হয়েছে। সে জন্য তাঁরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার দিকে ছুটছেন। তবে এ বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত