Ajker Patrika

রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দিতে চায় বাংলাদেশিরা: রুশ দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দিতে চায় বাংলাদেশিরা: রুশ দূতাবাস

ইউক্রেন এবং ডনবাস অঞ্চলে স্বাধীনতা আন্দোলনে বিনা পয়সায় স্বেচ্ছায় যোগ দিতে চায় বাংলাদেশিরা বলে জানিয়েছে ঢাকার রাশিয়া দূতাবাস। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার রাশিয়া দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয় রাশিয়া। 

ঢাকার রাশিয়ার দূতাবাস ভেরিফাইড ফেসবুক পেজে বলে, গত ১১ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে রাশিয়ার দূতাবাস অসংখ্য চিঠি পাচ্ছে। যেখানে বাংলাদেশিরা বিনা পয়সায় ইউক্রেন এবং ডনবাস অঞ্চলে স্বাধীনতা আন্দোলনে স্বেচ্ছায় যোগ দিতে চাচ্ছেন। 

বাংলাদেশি নাগরিকদের এ মহান আহ্বানকে সাধুবাদ জানায় রাশিয়া। যদিও বিশেষ সামরিক অভিযান সফলতার সঙ্গে রাশিয়ার সশস্ত্র বাহিনীর দ্বারা পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এ কারণে এ অভিযানে যোগ দিতে কোন স্বেচ্ছা সেবকের প্রয়োজন নেই বলেও জানায় ঢাকার রাশিয়া দূতাবাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত