অনলাইন ডেস্ক
রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারের ষষ্ঠতলায় থাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও সেগুলো প্রতিটি সঠিকভাবে কাজ করেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তিনি বলেন, জামান টাওয়ারে লাগা আগুনের সূত্রপাত ভবনটির ছয়তলায় থাকা রেস্টুরেন্ট থেকে। ভবনটিতে ফায়ার সেফটি ছিল। তবে সেগুলোর প্রতিটি সঠিকভাবে কাজ করেনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘জামান টাওয়ারে সেন্ট্রাল এসি ছিল। পুরোটা কম্বাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুব সমস্যা ছিল। মূলত আগুন ছিল ছয়তলায়। ছয়তলা থেকে ইলেকট্রনিক ডার্ক প্যান দিয়ে আগুন ওপরে যায় এবং ছড়িয়ে পড়ে। আগুনের মাত্রা ওপরে কম ছিল, তবে ধোঁয়া ছিল প্রচুর।’
ছালেহ উদ্দিন আরও বলেন, ‘ভেন্টিলেশনের সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলার মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর পরেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বাইরে থেকে টিটিএল দিয়ে পানি দেওয়া হয়। এরপর ভবনের ভেতরে ঢুকে পানি দিয়ে অগুন নেভানো হয়েছে।’
এর আগে বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ৯টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারের ষষ্ঠতলায় থাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও সেগুলো প্রতিটি সঠিকভাবে কাজ করেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তিনি বলেন, জামান টাওয়ারে লাগা আগুনের সূত্রপাত ভবনটির ছয়তলায় থাকা রেস্টুরেন্ট থেকে। ভবনটিতে ফায়ার সেফটি ছিল। তবে সেগুলোর প্রতিটি সঠিকভাবে কাজ করেনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘জামান টাওয়ারে সেন্ট্রাল এসি ছিল। পুরোটা কম্বাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুব সমস্যা ছিল। মূলত আগুন ছিল ছয়তলায়। ছয়তলা থেকে ইলেকট্রনিক ডার্ক প্যান দিয়ে আগুন ওপরে যায় এবং ছড়িয়ে পড়ে। আগুনের মাত্রা ওপরে কম ছিল, তবে ধোঁয়া ছিল প্রচুর।’
ছালেহ উদ্দিন আরও বলেন, ‘ভেন্টিলেশনের সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলার মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর পরেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বাইরে থেকে টিটিএল দিয়ে পানি দেওয়া হয়। এরপর ভবনের ভেতরে ঢুকে পানি দিয়ে অগুন নেভানো হয়েছে।’
এর আগে বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ৯টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
চাটমোহরে বাঙালা বহুমুখী স্কুলের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার লাশটি উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগেমনিরামপুরে টিসিবির পণ্যের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে হাজারো মানুষ সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
৩০ মিনিট আগেদ্রব্যমূল্যের বাজারে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবারও রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি এগ্রো ফার্ম। এবার রমজানের ৩০ দিনে তিন টন দুধ বিক্রি করবে ফার্মটি।
৩৩ মিনিট আগেসোমবার বেলা ১১টা। রাজধানীর সচিবালয়ের পাশের আব্দুল গণি রোডে দাঁড়ানো প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের গাড়ি। সুলভ মূল্যে মাংস, দুধ, ডিম কিনতে কাউন্টারে ক্রেতাদের লাইন। তখন গাড়ি থেকে এক বিক্রয়কর্মী জানালেন, কয়েক লিটার দুধ ছাড়া বাকি সব শেষ।
৩৬ মিনিট আগে