মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুর কালীগঞ্জের বিনিরাইল গ্রামের বিলে প্রতি বছরের মতো এবারও বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। আঞ্চলিকভাবে পরিচিত এ মাছের মেলায় আশপাশের গ্রামের জামাইরা সকাল সকাল মেলায় আসেন সবচেয়ে বড় মাছটি কিনতে। এদিকে শ্বশুররাও প্রতিযোগিতায় থাকেন বড় মাছ কিনে জামাইকে পেছনে ফেলার। এ মেলা যেন জামাই–শ্বশুরের বড় মাছ কেনার প্রতিযোগিতার মাঠ।
মেলায় সকাল থেকেই সারি সারি শতাধিক মাছের দোকান বসেছে। দেশীয় প্রজাতির সব মাছের পাশাপাশি রয়েছে সামুদ্রিক সব মাছের বিশাল বহর। উপজেলার বিভিন্ন অঞ্চলসহ বাইরের এলাকা থেকে আগত ব্যবসায়ীরা মাছের পসরা সাজিয়ে বসেছেন ক্রেতার উদ্দেশ্যে।
আজ সোমবার সরেজমিন দেখা গেছে, বিলের মাঠে বিশাল এলাকাজুড়ে জানা অজানা বহু প্রজাতির মাছের সমাহার নিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতাদের আনতে বিভিন্ন অঙ্গভঙ্গির পাশাপাশি সুরে সুরে হাঁক ডাক দিচ্ছেন তাঁরা। বড় বড় সব মাছ মাথার ওপরে তুলে জানান দিচ্ছেন বাজারের বড় মাছটি তাদের দখলে। সেই হিসেবে ক্রেতারাও ঝুঁকছেন স্টলগুলোর দিকে।
আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে এসেছেন। এর বাইরে বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও অনেকে এসেছেন উপজেলার সর্ববৃহৎ এই মাছের মেলায়। প্রতিবছর অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ মেলা।
এবারের মেলায় প্রায় ৫ শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি মাছ নিয়ে এসেছেন। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি, বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যেরও স্টল রয়েছে।
মাছের মেলায় সামুদ্রিক মাছ, চিতল, বাগাড়, আইড়, বোয়াল, কালী বাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রুপচাঁদা, সামুদ্রিক ছুড়ি, সামুদ্রিক কোরাল, শাপলা পাতা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা প্রজাতির দেশীয় মাছ।
মেলায় ৬৫ কেজি বাগাড় মাছের দাম হাঁকানো হয়েছে ৫৫ হাজার টাকা। পার্শ্ববর্তী এলাকার জামাই মো. রুবেল রানা ৩০ হাজার টাকা পর্যন্ত দাম বললেও বিক্রেতা তাতে রাজি হচ্ছেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে দর-কষাকষি। পাশে থাকা উৎসুক জনতাও ভিড় করছেন এই অবস্থাকে কেন্দ্র করে।
মাছ ব্যবসায়ী মো. মফিজ উদ্দিন বলেন, ‘আমি প্রতিবছরই এই মেলায় আসি। অন্য বছর বেচাকেনা ভালো থাকলেও এবারের বেচাকেনা খুবই মন্দা ভাব যাচ্ছে। সকাল থেকে মাত্র দুইটি মাছ বিক্রি করতে পারলেও বাকি সব মাছ এখনো রয়ে গেছে। হাবভাব দেখে মনে হচ্ছে না সব মাছ বিক্রি করতে পারব।’
পার্শ্ববর্তী জেলা নরসিংদী থেকে আগত মাছ ব্যবসায়ী ব্রজেন্দ্র দাস বলেন, ‘আমি প্রতি বছর পাঁচদোনা থেকে এখানে এসে মাছের ব্যবসা করি। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত মাছ বেচাকেনা করি। বিভিন্ন রকমের মাছ রয়েছে আমার কাছে। সাধারণত এ অঞ্চলের জামাইরা মাছ কিনে শ্বশুরবাড়ি যায় এবং শ্বশুরাও মাছ কেনে জামাইদের সমাদর করেন। নিজের ব্যবসার পাশাপাশি জামাই শ্বশুরের এই যুদ্ধ দেখতে বেশ ভালোই লাগে।’
মেলায় মাছ কিনতে আসা এলাকার জামাই আনোয়ার খান জানান, তাঁর বাড়ি গাজীপুর সদরে হলেও এই এলাকায় তিনি বিয়ে করেছেন। সে হিসেবে তাঁকে প্রতিবছরই মাছের মেলা সময় দাওয়াত করা হয়। যেহেতু আসতেই হয় তাই তিনি বড় দেখে ৩১ কেজি ১০০ গ্রাম ওজনের একটি রুই মাছ কিনেছেন। যার মূল্য ৩৫ হাজার টাকা। এত বড় মাছ কিনতে পেরে তিনি খুব খুশি।
বিনিরাইলের মাছের মেলা নিয়ে কথা হয় বিয়াইন বাড়িতে বেড়াতে আসা সুলতানা রাজিয়ার সঙ্গে। তিনি জানান, আগে কখনো তিনি এই মেলায় আসেননি। যেহেতু তিনি মাছ দেখতে পছন্দ করেন তাই এবার এসেছেন এবং নিজেও মাছ কিনে বাড়ি ফিরছেন।
বিনিরাইলের মাছের মেলার আয়োজক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কিশোর আকন্দ জানান, ব্রিটিশ শাসনামল থেকে শুরু হওয়া বিনিরাইলের মাছের মেলা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। এ মেলা কালীগঞ্জের সবচেয়ে বড় মাছের মেলা হিসেবে স্বীকৃত।
তিনি আরও জানান, শুরুতে মেলাটি অনুষ্ঠিত হতো ক্ষুদ্র পরিসরে। এটি অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবে আয়োজন করা হতো। এটি এক সময় সনাতন ধর্মাবলম্বীদের মেলার হলেও সময়ের সঙ্গে সঙ্গে এ মেলাটি একটি সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। প্রাচীনকাল থেকে আয়োজন করে আসা মেলার বয়স আড়াই শ বছর ছাড়িয়েছে। তাই বেড়েছে মেলার পরিধিও।
তিনি বলেন, মেলাকে ঘিরে বিনিরাইলের পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিরাজ করে উৎসবের আমেজ। মেলা উপলক্ষে মেয়ে-জামাইকে দাওয়াত করে আনা এই এলাকার মানুষের রীতিতে পরিণত হয়েছে।
গাজীপুর কালীগঞ্জের বিনিরাইল গ্রামের বিলে প্রতি বছরের মতো এবারও বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। আঞ্চলিকভাবে পরিচিত এ মাছের মেলায় আশপাশের গ্রামের জামাইরা সকাল সকাল মেলায় আসেন সবচেয়ে বড় মাছটি কিনতে। এদিকে শ্বশুররাও প্রতিযোগিতায় থাকেন বড় মাছ কিনে জামাইকে পেছনে ফেলার। এ মেলা যেন জামাই–শ্বশুরের বড় মাছ কেনার প্রতিযোগিতার মাঠ।
মেলায় সকাল থেকেই সারি সারি শতাধিক মাছের দোকান বসেছে। দেশীয় প্রজাতির সব মাছের পাশাপাশি রয়েছে সামুদ্রিক সব মাছের বিশাল বহর। উপজেলার বিভিন্ন অঞ্চলসহ বাইরের এলাকা থেকে আগত ব্যবসায়ীরা মাছের পসরা সাজিয়ে বসেছেন ক্রেতার উদ্দেশ্যে।
আজ সোমবার সরেজমিন দেখা গেছে, বিলের মাঠে বিশাল এলাকাজুড়ে জানা অজানা বহু প্রজাতির মাছের সমাহার নিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতাদের আনতে বিভিন্ন অঙ্গভঙ্গির পাশাপাশি সুরে সুরে হাঁক ডাক দিচ্ছেন তাঁরা। বড় বড় সব মাছ মাথার ওপরে তুলে জানান দিচ্ছেন বাজারের বড় মাছটি তাদের দখলে। সেই হিসেবে ক্রেতারাও ঝুঁকছেন স্টলগুলোর দিকে।
আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে এসেছেন। এর বাইরে বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও অনেকে এসেছেন উপজেলার সর্ববৃহৎ এই মাছের মেলায়। প্রতিবছর অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ মেলা।
এবারের মেলায় প্রায় ৫ শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি মাছ নিয়ে এসেছেন। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি, বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যেরও স্টল রয়েছে।
মাছের মেলায় সামুদ্রিক মাছ, চিতল, বাগাড়, আইড়, বোয়াল, কালী বাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রুপচাঁদা, সামুদ্রিক ছুড়ি, সামুদ্রিক কোরাল, শাপলা পাতা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা প্রজাতির দেশীয় মাছ।
মেলায় ৬৫ কেজি বাগাড় মাছের দাম হাঁকানো হয়েছে ৫৫ হাজার টাকা। পার্শ্ববর্তী এলাকার জামাই মো. রুবেল রানা ৩০ হাজার টাকা পর্যন্ত দাম বললেও বিক্রেতা তাতে রাজি হচ্ছেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে দর-কষাকষি। পাশে থাকা উৎসুক জনতাও ভিড় করছেন এই অবস্থাকে কেন্দ্র করে।
মাছ ব্যবসায়ী মো. মফিজ উদ্দিন বলেন, ‘আমি প্রতিবছরই এই মেলায় আসি। অন্য বছর বেচাকেনা ভালো থাকলেও এবারের বেচাকেনা খুবই মন্দা ভাব যাচ্ছে। সকাল থেকে মাত্র দুইটি মাছ বিক্রি করতে পারলেও বাকি সব মাছ এখনো রয়ে গেছে। হাবভাব দেখে মনে হচ্ছে না সব মাছ বিক্রি করতে পারব।’
পার্শ্ববর্তী জেলা নরসিংদী থেকে আগত মাছ ব্যবসায়ী ব্রজেন্দ্র দাস বলেন, ‘আমি প্রতি বছর পাঁচদোনা থেকে এখানে এসে মাছের ব্যবসা করি। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত মাছ বেচাকেনা করি। বিভিন্ন রকমের মাছ রয়েছে আমার কাছে। সাধারণত এ অঞ্চলের জামাইরা মাছ কিনে শ্বশুরবাড়ি যায় এবং শ্বশুরাও মাছ কেনে জামাইদের সমাদর করেন। নিজের ব্যবসার পাশাপাশি জামাই শ্বশুরের এই যুদ্ধ দেখতে বেশ ভালোই লাগে।’
মেলায় মাছ কিনতে আসা এলাকার জামাই আনোয়ার খান জানান, তাঁর বাড়ি গাজীপুর সদরে হলেও এই এলাকায় তিনি বিয়ে করেছেন। সে হিসেবে তাঁকে প্রতিবছরই মাছের মেলা সময় দাওয়াত করা হয়। যেহেতু আসতেই হয় তাই তিনি বড় দেখে ৩১ কেজি ১০০ গ্রাম ওজনের একটি রুই মাছ কিনেছেন। যার মূল্য ৩৫ হাজার টাকা। এত বড় মাছ কিনতে পেরে তিনি খুব খুশি।
বিনিরাইলের মাছের মেলা নিয়ে কথা হয় বিয়াইন বাড়িতে বেড়াতে আসা সুলতানা রাজিয়ার সঙ্গে। তিনি জানান, আগে কখনো তিনি এই মেলায় আসেননি। যেহেতু তিনি মাছ দেখতে পছন্দ করেন তাই এবার এসেছেন এবং নিজেও মাছ কিনে বাড়ি ফিরছেন।
বিনিরাইলের মাছের মেলার আয়োজক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কিশোর আকন্দ জানান, ব্রিটিশ শাসনামল থেকে শুরু হওয়া বিনিরাইলের মাছের মেলা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। এ মেলা কালীগঞ্জের সবচেয়ে বড় মাছের মেলা হিসেবে স্বীকৃত।
তিনি আরও জানান, শুরুতে মেলাটি অনুষ্ঠিত হতো ক্ষুদ্র পরিসরে। এটি অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবে আয়োজন করা হতো। এটি এক সময় সনাতন ধর্মাবলম্বীদের মেলার হলেও সময়ের সঙ্গে সঙ্গে এ মেলাটি একটি সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। প্রাচীনকাল থেকে আয়োজন করে আসা মেলার বয়স আড়াই শ বছর ছাড়িয়েছে। তাই বেড়েছে মেলার পরিধিও।
তিনি বলেন, মেলাকে ঘিরে বিনিরাইলের পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিরাজ করে উৎসবের আমেজ। মেলা উপলক্ষে মেয়ে-জামাইকে দাওয়াত করে আনা এই এলাকার মানুষের রীতিতে পরিণত হয়েছে।
রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ মিনিট আগেটাঙ্গাইলে আজাহারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। চিঠিতে নিজেদের ‘কিলার গ্যাং হত্যাকারী দল’ নামে একটি সন্ত্রাসী সংগঠন বলে তুলে ধরে তারা। চাঁদার খবর জানাজানি হলে কবর দেওয়ার জন্য লাশও খুঁজে পাওয়া যাবে না বলে ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্
২২ মিনিট আগেজুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে টানা ৩২ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখা ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মকে অবশেষে অবরোধ তুলে সরে যেতে বাধ্য করেছে একদল ছাত্র-জনতা। তারা নিজেদের ‘প্রকৃত’ জুলাই যোদ্ধা দাবি করে ওই আন্দোলনকারীদের ‘ভুয়া’ বলে আখ্যায়িত করে।
৩৬ মিনিট আগেরাত ১০টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের নারী শিক্ষার্থীদের হলে না ঢুকলে সিট বাতিলের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। তবে, প্রশাসনের দাবি নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কিছু নির্দিষ্ট এলাকার কথা বোঝানো হয়েছে।
৩৯ মিনিট আগে