Ajker Patrika

হাজারীবাগে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০০: ২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাজু শেখ, মোহাম্মদ ফাহিম, সুমন গাজী ও মো. রাসেল।

বিকেলে চারজনকে আদালতে হাজির করে হাজারীবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই মো. আব্দুল হাই প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ সকালে অভিযান চালিয়ে হাজারীবাগ ঝাউচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হাজারীবাগের কালুনগর বেড়িবাঁধ এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা রওশন আরা, তাঁর ছেলে লিটন (৪০) ও নাতি রোহানকে (১০) লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এসে সাদ্দাম হোসেন নামের একজন আটক করে। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অন্যদিকে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রওশন আরা মারা যান। লিটন ও রোহানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মৃত রওশন আরার মেয়ে রুনা আক্তার বাদী হয়ে আজ সকালে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

উল্লেখ্য, ঘটনাস্থল থেকে আটক সাদ্দাম হোসেন গণপিটুনির শিকার হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। এ জন্য তাঁকে আদালতে হাজির করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত