Ajker Patrika

ফতুল্লায় ১১ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লায় ১১ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ভোলাইল এলাকায় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ১১ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অনেককে। 

মামলা দায়েরের পরপরই আটক ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

অন্যান্য আসামিরা হলেন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সদস্যসচিব রিয়াদ দেওয়ান, যুবদল নেতা রতন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফ হোসেন মানিক, মনির, জুম্মন, কায়েস আহম্মেদ পল্লব, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জসিম ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চবটী মুক্তারপুর সড়কের ভোলাইল এলাকায় হরতালের সমর্থনে যুবদলের নেতা কর্মীরা মশাল মিছিল করে। পরে সড়কে থাকা তিনটি ট্রাকসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ  রাসেল মাহামুদকে আটক করে নিয়ে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত