নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আদালত অবমাননা হয় ভবিষ্যতে এমন কোনো বক্তব্য না দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ।
আজ বুধবার নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন নুরুল হক নুর। তবে সেদিন আদালত বলেন, ‘ভবিষ্যতে করবেন না—এমনটি তো দেখছি না।’ আদালত বলেন, ‘এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই।’ পরে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময় চেয়ে আবেদন করেন।
এর আগে বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নুরুল হক নুরকে গত বছরের ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী ওই দিন হাজির হন তিনি। পরে ব্যাখ্যা দিতে ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন হাইকোর্ট। সে অনুযায়ী হাজির হয়ে ব্যাখ্যা দিলেও আদালত তাতে সন্তুষ্ট না হওয়ায় নতুন করে ব্যাখ্যা দেন।
আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘নুরুল হক নুর আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি বলেছেন, ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আদালতের বিষয়ে কথা বলতে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আদালত ৩০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেদিন নুরকে উপস্থিত থাকতে হবে।’
বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আদালত অবমাননা হয় ভবিষ্যতে এমন কোনো বক্তব্য না দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ।
আজ বুধবার নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন নুরুল হক নুর। তবে সেদিন আদালত বলেন, ‘ভবিষ্যতে করবেন না—এমনটি তো দেখছি না।’ আদালত বলেন, ‘এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই।’ পরে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময় চেয়ে আবেদন করেন।
এর আগে বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নুরুল হক নুরকে গত বছরের ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী ওই দিন হাজির হন তিনি। পরে ব্যাখ্যা দিতে ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন হাইকোর্ট। সে অনুযায়ী হাজির হয়ে ব্যাখ্যা দিলেও আদালত তাতে সন্তুষ্ট না হওয়ায় নতুন করে ব্যাখ্যা দেন।
আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘নুরুল হক নুর আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি বলেছেন, ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আদালতের বিষয়ে কথা বলতে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আদালত ৩০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেদিন নুরকে উপস্থিত থাকতে হবে।’
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।
৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ীর সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে।
২৮ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
১ ঘণ্টা আগেএর আগে ড. শফিউল্লাহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। তবে ড. শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ ও নোবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সোলাইমানের ছোট ভাই হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে