Ajker Patrika

জাপানি নাগরিক হত্যা: ইছাহাকের খালাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাপানি নাগরিক হত্যা: ইছাহাকের খালাস স্থগিত

রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় ইছাহাক আলীর খালাসের রায় স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে নিয়মিত আপিল করা হবে। 

এর আগে হোসি কুনিও হত্যা মামলায় ২১ সেপ্টেম্বর জেএমবির চার সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সেইসঙ্গে খালাস দেওয়া হয় ইছাহাক আলীকে। ইছাহাকের খালাস স্থগিত চেয়ে পরদিন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। 

২০১৫ সালের ৩ অক্টোবর জাপানি নাগরিক হোসি কুনিও কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যদের হাতে খুন হন। ওই ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রায় দেন রংপুরের বিশেষ জজ আদালত। রায়ে জেএমবির পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি আসামিরা আপিল ও জেল আপিল করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন, বগুড়ার গাবতলী এলাকার লিটন মিয়া ওরফে রফিক, কুড়িগ্রামের রাজারহাটের আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেনের সাজা বহাল রাখেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত