Ajker Patrika

শিবচরে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৩ লঞ্চকে জরিমানা

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
শিবচরে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৩ লঞ্চকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে শিবচরের বাংলাবাজার ঘাটে তিনটি লঞ্চকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণরোধে লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা রয়েছে। মঙ্গলবার দুপুরে এ নির্দেশ অমান্য করে এমভি সেভেন স্টার, এমভি কাওরাকান্দি ও এমভি হজরত দেলোয়ার শাহ নামে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসে। লঞ্চে অতিরিক্ত যাত্রী দেখে ঘাটে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকটি লঞ্চকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'শিমুলিয়া ঘাট থেকে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব তাদের জরিমানা করা হয়।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, 'যাত্রীসেবা নিশ্চিত করতে ঘাটে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের টিমও সার্বক্ষণিক ঘাটে রয়েছে। আজ অনিয়মের কারণে আমরা তিনটি লঞ্চের চালককে জরিমানা করেছি। এ ছাড়া নৌযানসহ যানবাহনে অতিরিক্ত যাত্রী নিলেই জরিমানা করা হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত