Ajker Patrika

এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদ মারা গেছেন

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯: ৪৪
এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদ মারা গেছেন

সিলেটের এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালেহ আহমদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার রাত ৯টার দিকে তিনি সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

তাঁর মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এমসি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।

গুণী এই শিক্ষাবিদের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সিলেটসহ তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রফেসর মো. সালেহ আহমদ ১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক, বিভাগীয় প্রধান এবং পরবর্তী সময়ে কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।  ২০২২ সালের ২৪ আগস্ট তিনি অবসরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত