Ajker Patrika

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১: ২১
Thumbnail image

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আট ঘণ্টা পর ফের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে লাইনচ্যুতের ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেন কালিয়াকৈরের বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।

খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে। আজ সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক শহীদুল্লাহ হিরো বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে মালবাহী ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত