Ajker Patrika

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১১

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০: ৩৪
Thumbnail image

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তাওহীদ (৭) নামে আরও এক শিশু মারা গেছে। এ পর্যন্ত এই ঘটনায় ১১ জন মারা গেল। এর আগে এ ঘটনায় গত শনিবার তাওহীদের ছোট বোন তায়েবা (৩) মারা যায়।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শিশুটি। শিশু তাওহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

ডা. তরিকুল বলেন, গাজীপুরের ঘটনায় সন্ধ্যার দিকে ইনস্টিটিউটের আইসিইউতে তাওহীদ নামে এক শিশু মারা গেছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. তরিকুল আরও বলেন, গাজীপুরের আগুনের ঘটনায় মোট ৩২ জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে এসেছিল। এর মধ্যে ১১ জন মারা গেল। চারজনকে ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ১৭ জন রোগী ভর্তি আছে। সবার অবস্থাই সংকটাপন্ন।

তাওহীদের চাচা মো. আসাদ বলেন, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলায়। গাজীপুরে সজল-সুমাইয়া দম্পতির ছেলে তাওহীদ। এ ঘটনায় তাওহীতের ছোট বোন তায়েবা (৩) গত শনিবার মারা যায়। তাওহীদের বাবা মো. সজল গাড়িচালক। মা সুমাইয়া আক্তার গৃহিণী। ঘটনার সময় দুই ভাই-বোন রাস্তায় খেলছিল। তখনই গ্যাসের আগুনে দগ্ধ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত