Ajker Patrika

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দেড় হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের ১০টি গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন। এ সময় অবৈধ গ্যাস-সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। 

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, কাঁচপুর ইউনিয়নের ললাটি পূর্ব ও পশ্চিম পাড়া এবং সাদিপুর ইউনিয়নের বড়িবাড়িসহ ১০টি গ্রামে প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ৮০০ ফুট পাইপলাইন। অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি। 

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ শাখার প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল, শাহিনসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত