Ajker Patrika

হঠাৎ শিক্ষা সফরের বাসে আগুন, রক্ষা পেলেন শিক্ষার্থীরা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৯: ৪৭
হঠাৎ শিক্ষা সফরের বাসে আগুন, রক্ষা পেলেন শিক্ষার্থীরা

মানিকগঞ্জে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা সফরের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে দ্রুত নেমে পড়ায় প্রাণে রক্ষা পান শিক্ষার্থীরা। তবে গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। 

আজ সোমবার সকালে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাবেদপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘সেলফি’ নামের একটি বাসে কুষ্টিয়ার রবিঠাকুরের কুঠিবাড়ী, লালনশাহ সেতুসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাসটির পেছনের অংশে জেনারেটর ও সাউন্ড বক্স রাখা ছিল। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর মার্কেটর সামনে থেকে আরও কিছু শিক্ষার্থীকে নেওয়ার জন্য গাড়িটি থামে। এ সময় হঠাৎ জেনারেটরের পাশ থেকে আগুন জ্বলে ওঠে। তখন শিক্ষার্থীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হঠাৎ শিক্ষা সফরের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীতকলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুর রহমান অঞ্জন বলেন, ‘বাসে আগুনের ঘটনা ঘটলেও আমাদের কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, ‘আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। তদন্তসাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত