Ajker Patrika

তামাক কোম্পানির আগ্রাসন ও বিজ্ঞাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭: ৪৪
তামাক কোম্পানির আগ্রাসন ও বিজ্ঞাপন বন্ধের দাবিতে মানববন্ধন

তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা, ডব্লিউ বি বি ট্রাস্ট, টি সি আর সি, এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাকবিরোধী জোট এই মানববন্ধনের আয়োজন করে। 

প্রত্যাশা'র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, তামাক কোম্পানি কূটকৌশলের মাধ্যমে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত তামাকের বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। বহুজাতিক ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, জাপান টোব্যাকোসহ দেশীয় তামাক কোম্পানিগুলো রাজধানী ঢাকাসহ সারা দেশে বিড়ি-সিগারেটের টং দোকান স্থাপন করেছে। সেখানে তাঁরা সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে তামাকের বিজ্ঞাপন প্রচার করছে। 

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম তামাকে আসক্ত হয়ে মাদকাসক্তে পরিণত হচ্ছে। ফলে দেশের মেধাবী তরুণেরা সম্পদের পরিবর্তে বোঝায় পরিণত হচ্ছে। তাই জনস্বার্থে জরুরীভিত্তিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। 

মানববন্ধন শেষে প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। সেমিনারে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সৈয়দা অনন্যা রহমান, সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়-১ এর সাবেক সভাপতি মো. জাকির হোসেন সহ বিভিন্ন সংগঠন ও আঞ্চলিক নেতৃবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত