নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে ভারতীয় শাড়ি বিক্রির নামে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার দুপুরে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা দম্পতিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন জান্নাতুল ফেরদৌস ওরফে কাজল ও এস এম খায়রুজ্জামান। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন, ফেসবুক পেজ ও বিকাশ অ্যাকাউন্টে থাকা প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ জব্দ করা হয়েছে।
এএসপি সাগর সরকার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাবিহা শাড়ি হাউজ নামে একটি পেজ খুলে অল্প দামে ভারতীয় শাড়ি বিক্রির নামে প্রতারণা করে আসছিল চক্রটি। এই চক্রের মূল হোতা এই দম্পতি। তারা অভিনব কৌশলে প্রতারণা করে আসছিল। সম্প্রতি এক নারীর কাছ থেকে শাড়ি বিক্রির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ায় একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
যে ভাবে প্রতারণা করা হতো
জান্নাতুল ফেরদৌস ওরফে কাজল পেশায় গৃহিণী। কাজল বাসায় বসে অনলাইনে অর্ডার নেন। অর্ডার গ্রহণের সময়ে শাড়ির মূল্যের একটি অংশ অগ্রিম নিয়ে নেন। এরপর তাঁর স্বামী পেশায় গাড়িচালক খায়রুজ্জামান ডেলিভারিম্যান সেজে শাড়ি অর্ডারদাতাকে ফোন করে বলতেন আমি আপনার বাসার কাছে আছি। শাড়ি নিয়ে এসেছি। আপনি পেজে দেওয়া নম্বরে ফোন করে প্রোডাক্টের কোড নম্বরটা নিয়ে আমাকে জানান। গ্রাহক পেজের নম্বরে ফোন করলে কাজল ফোন ধরে বলতেন অর্ডারের বকেয়া টাকা পরিশোধ করুন, কোড নম্বর পেয়ে যাবেন। গ্রাহক তখন সরল বিশ্বাসে পুরো টাকা পরিশোধ করত। এরপরই শুরু হতো গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার আর ফেসবুকে ব্লক করে দিতেন। এভাবেই অসংখ্য সহজ-সরল অনলাইন ক্রেতাকে ঠকিয়ে আসছিলেন তাঁরা।
এএসপি সাগর বলেন, এই দম্পতি গত পাঁচ মাস ধরে প্রতারণা করে আসছেন। তাঁদের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। এই দম্পতি শুধু রমজানের শুরু থেকে প্রতিদিন অন্তত ১৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। কিন্তু তাঁদের কাছে কোনো ধরনের শাড়ি বা অন্য কোনো পণ্য ছিল না। কাজলের স্বামী নিউ মার্কেট থানায় অপর একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এই দম্পতির চারটি সন্তান রয়েছে। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে এই শিশুদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে ভারতীয় শাড়ি বিক্রির নামে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার দুপুরে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা দম্পতিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন জান্নাতুল ফেরদৌস ওরফে কাজল ও এস এম খায়রুজ্জামান। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন, ফেসবুক পেজ ও বিকাশ অ্যাকাউন্টে থাকা প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ জব্দ করা হয়েছে।
এএসপি সাগর সরকার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাবিহা শাড়ি হাউজ নামে একটি পেজ খুলে অল্প দামে ভারতীয় শাড়ি বিক্রির নামে প্রতারণা করে আসছিল চক্রটি। এই চক্রের মূল হোতা এই দম্পতি। তারা অভিনব কৌশলে প্রতারণা করে আসছিল। সম্প্রতি এক নারীর কাছ থেকে শাড়ি বিক্রির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ায় একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
যে ভাবে প্রতারণা করা হতো
জান্নাতুল ফেরদৌস ওরফে কাজল পেশায় গৃহিণী। কাজল বাসায় বসে অনলাইনে অর্ডার নেন। অর্ডার গ্রহণের সময়ে শাড়ির মূল্যের একটি অংশ অগ্রিম নিয়ে নেন। এরপর তাঁর স্বামী পেশায় গাড়িচালক খায়রুজ্জামান ডেলিভারিম্যান সেজে শাড়ি অর্ডারদাতাকে ফোন করে বলতেন আমি আপনার বাসার কাছে আছি। শাড়ি নিয়ে এসেছি। আপনি পেজে দেওয়া নম্বরে ফোন করে প্রোডাক্টের কোড নম্বরটা নিয়ে আমাকে জানান। গ্রাহক পেজের নম্বরে ফোন করলে কাজল ফোন ধরে বলতেন অর্ডারের বকেয়া টাকা পরিশোধ করুন, কোড নম্বর পেয়ে যাবেন। গ্রাহক তখন সরল বিশ্বাসে পুরো টাকা পরিশোধ করত। এরপরই শুরু হতো গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার আর ফেসবুকে ব্লক করে দিতেন। এভাবেই অসংখ্য সহজ-সরল অনলাইন ক্রেতাকে ঠকিয়ে আসছিলেন তাঁরা।
এএসপি সাগর বলেন, এই দম্পতি গত পাঁচ মাস ধরে প্রতারণা করে আসছেন। তাঁদের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। এই দম্পতি শুধু রমজানের শুরু থেকে প্রতিদিন অন্তত ১৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। কিন্তু তাঁদের কাছে কোনো ধরনের শাড়ি বা অন্য কোনো পণ্য ছিল না। কাজলের স্বামী নিউ মার্কেট থানায় অপর একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এই দম্পতির চারটি সন্তান রয়েছে। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে এই শিশুদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন।
কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতার পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেটে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেরাজশাহীতে আগামী ১৫ মে থেকে আম পাড়া যাবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে আম। অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন এবারও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে। বাগান থেকে জাতভেদে আম পাড়ার সময়সূচি নির্ধারিত হয়েছে।
৩০ মিনিট আগেগত ১৭ এপ্রিল রাতে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এরপরও না থামিয়ে ওই অবস্থায় অন্তত পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকার ও এলাকাবাসীর রোষে পড়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান চালক শহীদুল
৩৬ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদহ নদীতে সড়ক ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ১০ গ্রামের মানুষ। সড়কটি ভেঙে যাওয়ায় তাদের প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। গত ৩০ এপ্রিল সকালে টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের চিতলিয়া এলাকায় সড়কে ফাটল দেখা দেয়।
১ ঘণ্টা আগে