Ajker Patrika

অবশেষে বিমানবন্দরে ই-গেট চালু, ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দীর্ঘ দিন পর অবশেষে চালু হলো ই-গেট। এতে করে বাংলাদেশি ই-পাসপোর্টধারীরা ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন শেষে ইমিগ্রেশন অতিক্রম করতে পারবেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন এলাকায় ১২টি এবং আগমন এলাকায় তিনটি ই-গেট স্থাপন করা হয়েছে। আজ যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি ই-পাসপোর্টধারীদের ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন চালু হলো।’

ই-গেটে চোখের পলকে ভেরিফিকেশন পাবেন ই-পাসপোর্টধারীরাবিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘গতকাল সোমবার পরীক্ষামূলক ভাবে ই-গেটের মাধ্যমে সফলভাবে কিছু যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। আজ যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ই-গেটের মাধ্যমে ১৮ সেকেন্ডে ই-পাসপোর্টধারী ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারবেন।’

এ ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

ই-গেট চালুর সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাহাত ইমিগ্রেশন প্রক্রিয়া দেখেন।

ই-গেটে চোখের পলকে ভেরিফিকেশন পাবেন ই-পাসপোর্টধারীরাউল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমন ইমিগ্রেশনে ই-গেট স্থাপন করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। ২০২১ সালের ৩০ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ই-গেট উদ্বোধন করেন। 

বেশ ঘটা করে উদ্বোধন করা হলেও ই-গেট গত ১১ মাস ব্যবহার করা হয়নি। অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ১১ মাস ৮ দিন পর ই-গেট চালু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত