Ajker Patrika

অবশেষে বিমানবন্দরে ই-গেট চালু, ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
অবশেষে বিমানবন্দরে ই-গেট চালু, ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দীর্ঘ দিন পর অবশেষে চালু হলো ই-গেট। এতে করে বাংলাদেশি ই-পাসপোর্টধারীরা ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন শেষে ইমিগ্রেশন অতিক্রম করতে পারবেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন এলাকায় ১২টি এবং আগমন এলাকায় তিনটি ই-গেট স্থাপন করা হয়েছে। আজ যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি ই-পাসপোর্টধারীদের ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন চালু হলো।’

ই-গেটে চোখের পলকে ভেরিফিকেশন পাবেন ই-পাসপোর্টধারীরাবিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘গতকাল সোমবার পরীক্ষামূলক ভাবে ই-গেটের মাধ্যমে সফলভাবে কিছু যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। আজ যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ই-গেটের মাধ্যমে ১৮ সেকেন্ডে ই-পাসপোর্টধারী ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারবেন।’

এ ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

ই-গেট চালুর সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাহাত ইমিগ্রেশন প্রক্রিয়া দেখেন।

ই-গেটে চোখের পলকে ভেরিফিকেশন পাবেন ই-পাসপোর্টধারীরাউল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমন ইমিগ্রেশনে ই-গেট স্থাপন করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। ২০২১ সালের ৩০ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ই-গেট উদ্বোধন করেন। 

বেশ ঘটা করে উদ্বোধন করা হলেও ই-গেট গত ১১ মাস ব্যবহার করা হয়নি। অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ১১ মাস ৮ দিন পর ই-গেট চালু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত