Ajker Patrika

ডোপ টেস্ট ছাড়া নতুন ড্রাইভিং লাইসেন্স নয়: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬: ৩৩
Thumbnail image

পরিবহন শ্রমিকদের ডোপ টেস্ট নিশ্চিত করার পর নতুন লাইসেন্স দেওয়ার পক্ষে মত দিয়েছে জাতীয় টাস্কফোর্স কমিটি। আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

কমিটির সদস্য শাজাহান খান আজ বুধবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, চালকদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য মালিক-শ্রমিক বৈঠক করে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। 

মন্ত্রী দাবি করেন, সড়ক পরিবহনে চাঁদাবাজি অনেকটা কমে গেছে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে অবৈধভাবে টোল আদায় করছে। 

শাজাহান খান বলেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য মানসম্পন্ন স্কুলের সংকট রয়েছে দেশে। আরও মানসম্পন্ন স্কুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শাহজাহান খান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে চালকদের তিন থেকে চার মাস পর্যন্ত বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের বিনা মূল্যে লাইসেন্স আর প্রশিক্ষণ গ্রহণ করা বাবদ ১০ হাজার টাকাও দেওয়া হচ্ছে। 

শাজাহান খান বলেন, ‘ঈদে মোটরসাইকেল বন্ধ না হলে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা আরও বেড়ে যেত। দেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের ৪৫ শতাংশ ঘটে মোটরসাইকেলে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত