Ajker Patrika

ফরিদপুরের মানুষ সন্ত্রাসের কাছে অসহায় ছিল: এ কে আজাদ

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭: ৩৯
ফরিদপুরের মানুষ সন্ত্রাসের কাছে অসহায় ছিল: এ কে আজাদ

ফরিদপুরের মানুষ এত দিন সন্ত্রাসের কাছে অসহায় ছিল বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ। আজ মঙ্গলবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এদিন সদরের ডিক্রিরচর ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে এবং ফরিদপুর পৌরসভার ১৭, ১৮, ১৯ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র হিসেবে ছয় শ কম্বল বিতরণ করেন তিনি। তাঁর মালিকানাধীন হা-মীম গ্রুপের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘ফরিদপুরের মানুষ এত দিন সন্ত্রাসের কাছে অসহায়ের মতো ছিল। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এ বিজয় আমার একার না, বিজয় আপনাদের সকলের।’

এ সময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এ কে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিপুল ঘোষ। তিনি বলেন, ‘নির্বাচনে আমাদের বিজয়ের পরই ফরিদপুর শহরে শান্তির বার্তা বইছে। চাঁদাবাজ, ছিনতাইকারীরা ঘরে ফিরে গেছে। ফরিদপুর শহরের বেইলি ব্রিজটি দখলমুক্ত হয়েছে।’

রেল স্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন এ কে আজাদ।পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রেল স্টেশন বাজারে ওয়ার্ড কাউন্সিলর জলিল শেখ এতে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল, ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল প্রমুখ।

উল্লেখ্য, এই আসনে আগে সংসদ সদস্য ছিলেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুর। তিনি টানা তিনবার আসনটি ধরে রেখেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ কে আজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত