Ajker Patrika

জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে কৃষক আহত

মাদারীপুর, প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি থানা। ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনি থানা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে কাজ করতে গিয়ে জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কৃষক মোশারফ হোসেন কাজী (৬৫)। আজ বুধবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষক মোশারফ হোসেন কাজী একই গ্রামের কাশেম কাজীর ছেলে। তিনি জমিতে কোদাল দিয়ে মাটি সরাতে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজের জমিতে কাজ করতে যান কৃষক মোশারফ হোসেন কাজী। তিনি কোদাল দিয়ে জমির মাটি সরাতে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে তাঁর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎আহত ব্যক্তির ছেলে সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোমা লুকিয়ে রাখে। আমার বাবা জমিতে কাজ করতে গেলে কোদালের আঘাতে ওই বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছেন। বিষয়টি থানায় জানানো হয়েছে।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন বলেন, জমিতে কাজ করতে গেলে ককটেল বিস্ফোরণে এক কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কে বা কারা জমিতে ককটেল রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত