Ajker Patrika

গাজীপুরে বহিষ্কৃতকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করলেন বিএনপি নেতা

গাজীপুর প্রতিনিধি
Thumbnail image
ওয়াজ মাহফিলে প্রার্থী ঘোষণা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগাম দলীয় কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেছেন মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। গতকাল শনিবার মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ওয়াজ মাহফিলে ওই ঘোষণা দেন তিনি। এ সময় মঞ্চে ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

প্রার্থী ঘোষণা দেওয়ার পর তানভীর সিরাজ মঞ্চে বহিষ্কৃত ওই নেতাকে হাত তুলে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি আগামী সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ডের বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ওই নেতার জন্য ভোট প্রার্থনা করেন।

এ দিকে নির্বাচন আসার আগেই এভাবে প্রকাশ্যে কোনো নেতাকে দলীয় প্রার্থী ঘোষণা করায় মহানগর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বহিষ্কৃত ওই নেতার নাম রফিকুল ইসলাম রাতা। তিনি বাসন মেট্রো থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় নির্দেশ অমান্য করে গত সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে আর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।

প্রার্থী ঘোষণার বিষয়ে জানতে চাইলে, বিএনপি বহিষ্কৃত নেতা রফিকুল ইসলাম রাতা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অনুষ্ঠানে সভাপতি তানভীর সিরাজ আমাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন-সবাই যেন আমার দিকে খেয়াল রাখে। তিনি আমার জন্য দোয়া চেয়েছেন। বলেছেন, আমি ৩ বার নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু বিগত সরকার আমার জয় ছিনিয়ে নিয়েছে।’

দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘গত সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে আমাকে বহিষ্কার করা হয়, এখানো বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।’

এ দিকে পাঁচ আগস্টের পর থেকে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ নানা বিতর্কিত কাজ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।

এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন, এটি সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের দূরে থাকার নির্দেশনা দিয়েছেন। তা ছাড়া যার নাম ঘোষণা করা হয়েছে, তিনি এলাকায় বিতর্কিত এবং ইতিপূর্বে দল থেকে বহিষ্কৃত।’

গাজীপুর মহানগরীর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম বলেন, ‘সাংগঠনিকভাবে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করার সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া যার পক্ষে ভোট চাওয়া হয়েছে তিনি বিএনপির বহিষ্কৃত নেতা। তাই পক্ষে ভোট চাওয়া সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি ওয়াজ মাহফিল ছিল। সেখানে আমি বক্তব্যে বলতে চেয়েছি, বিগত আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তখন উদাহরণ হিসেবে আমি রফিকুল ইসলাম রাতার প্রসঙ্গ টেনে বলেছি যে, তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনবার নির্বাচন করেছেন কিন্তু বিগত সরকার তাঁর বিজয় কেড়ে নিয়েছে। তখন আমি তার হাত তুলে ধরে সকলের কাছে পরিচয় করিয়ে দিয়েছি কিন্তু আমি তাঁকে প্রার্থী ঘোষণা করিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত