Ajker Patrika

কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

ঢাকার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার কলমারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন।

বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত সজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। 

স্থানীয়রা জানান, কলমারচর এলাকার শাহাবুদ্দিনের কাছ থেকে সাড়ে ১৪ শতাংশ জমি কিনে নেন ফরিদউদ্দীন, আব্দুল মান্নান, মোনায়েম হোসেন, লিসা আফরিন ও সাবরিনা ইয়াসমিন। পরে তাঁরা ওই জমির নামজারি ও খাজনা পরিশোধ করেন। এদিকে ওই জমি নিজের বলে দাবি করেন তারানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামসুল আলম। এ নিয়ে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়। আজ সকালে জমির মালিক ফরিদউদ্দীন, মান্নান ও মোনায়েম কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে সাইনবোর্ড লাগান।

খবর পেয়ে বেলা ২টার দিকে সামসুল আলম ও তাঁর ছেলে মামুনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক হামলা চালিয়ে সজিব নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

জমির মালিক ফরিদউদ্দীন বলেন, কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে সাইনবোর্ড লাগানোর সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে একজনকে হত্যা ও কয়েকজনকে জখম করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত