Ajker Patrika

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ১

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২: ২৯
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ১

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এসকেন্দার খাঁকে হত্যা মামলায় বিল্লাল খান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে মাদারীপুরের জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বিল্লাল খান কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটাবালী গ্রামের বাসিন্দা। আজ বিকেলে মাদারীপুরের পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম জানান, দীর্ঘদিনের এলাকার কোন্দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য এসকেন্দার খাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া এসকেন্দার ও বিল্লালদের মধ্যে এর আগেও জমিজমা নিয়ে বিরোধ এবং মারামারির ঘটনায় একাধিক মামলাও হয়। এই পূর্বের বিরোধকে কাজে লাগিয়ে এসকেন্দারকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিল্লাল সরাসরি জড়িত বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকারও করেছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, সন্ধ্যায় বিল্লালকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত