Ajker Patrika

মন্ত্রিপরিষদ বিভাগে দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫০
মন্ত্রিপরিষদ বিভাগে দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

মন্ত্রিপরিষদ বিভাগের এক অতিরিক্ত সচিব ও এক যুগ্ম সচিবের বিরুদ্ধে অসদাচরণের লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিভাগের কর্মচারীরা। ‘মানসিকভাবে বিপর্যস্ত’ কর্মচারীদের পক্ষে ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবে কাছে এ লিখিত অভিযোগ দেওয়া হয়। 

অভিযুক্ত এই দুই কর্মকর্তা হলেন মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন ও মন্ত্রিসভা-রিপোর্ট ও রেকর্ড অধিশাখার যুগ্ম সচিব ইয়াসমিন বেগম। 

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সই করা অভিযোগে বলা হয়, দুই কর্মকর্তার কারণে সংশ্লিষ্টদের জন্য কর্মপরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। তাঁদের অগ্রহণযোগ্য আচরণ কর্মচারীদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলছে। 

অভিযোগে আরও বলা হয়, ‘ওই দুই কর্মকর্তা বরাবরই তাঁদের অধীনস্থদের প্রতি রূঢ় আচরণ করেন। সামান্যতম ভুলও যেন এ অনুবিভাগের কারও কারও জন্য জীবন দুর্বিষহ করার নামান্তর। দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে নানা ধরনের অগ্রহণযোগ্য আচরণ করলেও বর্তমানে প্রতিমুহূর্তে তাঁদের এ আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাঁদের রূঢ় আচরণের ফলে আমরা আতঙ্কে দিন পার করছি। যা দিনে দিনে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে।’ 

ওই দুই সচিবের বিরুদ্ধে অধস্তনদের যেকোনো ছুতোয় গালিগালাজ করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, ব্যক্তিগত আক্রমণের মধ্যে পরিবারকে ‘ছোটলোকের বংশধর’ উল্লেখ করে ‘মন্ত্রিপরিষদ বিভাগে চাকরি কে দিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় সম্পৃক্ত কর্মকর্তাদের নৈতিকতা এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন’ ওই দুই সচিব। 

অভিযোগে আরও বলা হয়েছে, ব্যক্তিগত আক্রমণ ছাড়াও অপ্রয়োজনে অফিস সময়ের পরেও অফিসে আটকে রেখে হেনস্তা করা প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে। এ ছাড়া এমন কিছু ঘটনার অবতারণা হয়, যেখানে তাঁরা আমাদের ওপর চড়াও হয়ে মানসিকভাবে হেনস্তা করেন। 

অভিযুক্ত অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন এবং যুগ্ম সচিব ইয়াসমিন বেগম জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবের কাছে অভিযোগ জমা পড়েছে বলে জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত