Ajker Patrika

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ১২
গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগের নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া মডেল হাই স্কুলের পাশে বাবুর মেহগনি বাগানের মধ্যে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আমজাদ শেখের ছেলে রুবেল শেখ (২৬) এবং গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সামসু মাস্টার পাড়া এলাকার নাসির শেখের ছেলে জাকির শেখ (২১)। জাকির সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের বিষয়ে ওই কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নিবে না। এটা একান্তই জাকির শেখের দায়। এ বিষয়টি জানার পর জাকির শেখকে কলেজ ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শূন্য পদে সৈকত মাহমুদ অনিককে দায়িত্ব প্রদান করা হয়েছে।’ 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ওই দুজন যুবককে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, জাকির ছাত্রলীগের নেতা। 

ওসি জানান, এ সময় তাঁদের কাছ থেকে একটি রামদা, দা, চাকু, গিয়ার চাকু, লোহার হাতুড়ি, নাইলনের রশি ও একটি মাঝারি আকারের প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার একটি ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। দুপুরের পরে তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত