Ajker Patrika

এমভি বাংলার সমৃদ্ধিকে দ্রুত দেশে আনার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এমভি বাংলার সমৃদ্ধিকে দ্রুত দেশে আনার সুপারিশ সংসদীয় কমিটির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ দেশে ফেরত আনার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই ঘটনার তদন্ত করতে দ্রুত মেরিটাইম আইনজীবী নিয়োগের সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিশেষ সভায় এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিএসসির জাহাজের তদন্ত কমিটিতে মন্ত্রণালয়কে দ্রুত একজন মেরিটাইম আইনজীবী নিয়োগ করার সুপারিশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার কারণ উদ্ঘাটন করে জাহাজটি দ্রুত দেশে ফেরত আনার বর্তমান করণীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।’

বৈঠকে ‘ট্যানারি ও অন্যান্য শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। কমিটি ঢাকার সন্নিকটে বুড়িগঙ্গা নদী এক বছরের মধ্যে দূষণমুক্ত করার সুপারিশ করে এবং শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে গত ২৩ মে দখল ‘দূষণে চট্টগ্রামের কর্ণফুলী নদীর প্রশস্ততা ও গভীরতা কমছে’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা হয়। প্রতিবেদনটি ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে কমিটিকে জানান মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরে কমিটি কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত নিষ্কাশন খালসমূহে প্রয়োজনীয় ট্র্যাপ নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ সেই সঙ্গে নদীরক্ষায় ড্রেজিংয়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় বন্দর কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।

এ ছাড়া পরিবেশ উন্নয়নে স্কুলে শিশুদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় তাদের অবদানে পুরস্কৃত করা ও শিক্ষা মন্ত্রণালয়কে পরিবেশ রক্ষায় করণীয় কার্যাবলি কারিকুলামে অন্তর্ভুক্ত করতে চিঠি পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

বৈঠকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কুমিড়া-গুপ্তছড়া নৌরুটের যাত্রী পারাপারের সমস্যা নিয়ে স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার চিঠির ওপর আলোচনা হয়। মানুষের দুর্দশা কমাতে দ্রুত সন্দ্বীপে হোবার ক্র্যাফট দেওয়ার বিষয়ে সুপারিশ করে। 

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত