Ajker Patrika

নারায়ণগঞ্জে বিএনপির ৪৫ নেতা কর্মী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২৩: ০৬
নারায়ণগঞ্জে বিএনপির ৪৫ নেতা কর্মী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জে বিএনপির অন্তত ৪৫ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করেছি আমরা। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘বিএনপির নেতা কর্মীরা যেন ঢাকায় সমাবেশে যেতে না পারে সেজন্য গ্রেপ্তার করা হচ্ছে। যাদের বাসায় পাওয়া যাচ্ছে না তাদের ভাই, বাবা কিংবা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। গত কয়েকদিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অধিকাংশ নেতাকর্মীরা ঢাকায় চলে গেছে। তারপরেও কিছু কিছু নেতাদের পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। অনেককে ডিবি অফিসে আটকে রেখে তাকে দিয়ে বাকিদের খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে নেতাকর্মীরা একক ভাবেই ঢাকায় সমাবেশ সফল করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত