ঢাবি প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ছোট ছোট দল হয়ে মৎস্য ভবন, পরীবাগ মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেটের দিকে যান।
সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন আবাসিক হল থেকে মিছিলসহ কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে তাঁরা এখানে অবস্থান নেন।
শাহবাগ ব্লকেডের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দাবি আদালতের কাছে নয়, আদালতের কাছে দাবি ছিল, এখন আর নেই। এখন আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করতে হবে।’
হাইকোর্টের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা (সাংবাদিক) অপেক্ষা করুন। আমরা বিস্তারিত জানাব। আদালতে কী হয়েছে এখনো বিস্তারিত জানি না। তবে এতটুকু বলতে চাই, আমাদের দাবি কোর্টের কাছে নয়। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে।’
অন্যদিকে একই সময়ে মধুর ক্যানটিনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে।
মধুর ক্যানটিনে অবস্থানের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা মধুর ক্যানটিনে রয়েছেন, অন্য কোনো কারণে নয়।’
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ছোট ছোট দল হয়ে মৎস্য ভবন, পরীবাগ মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেটের দিকে যান।
সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন আবাসিক হল থেকে মিছিলসহ কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে তাঁরা এখানে অবস্থান নেন।
শাহবাগ ব্লকেডের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দাবি আদালতের কাছে নয়, আদালতের কাছে দাবি ছিল, এখন আর নেই। এখন আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করতে হবে।’
হাইকোর্টের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা (সাংবাদিক) অপেক্ষা করুন। আমরা বিস্তারিত জানাব। আদালতে কী হয়েছে এখনো বিস্তারিত জানি না। তবে এতটুকু বলতে চাই, আমাদের দাবি কোর্টের কাছে নয়। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে।’
অন্যদিকে একই সময়ে মধুর ক্যানটিনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে।
মধুর ক্যানটিনে অবস্থানের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা মধুর ক্যানটিনে রয়েছেন, অন্য কোনো কারণে নয়।’
ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে তর্কের একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন (২৬) ওই এলাকায় মাজারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে।
২ মিনিট আগেবাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন চাঁদপুর শহরের একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজি মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে
৪ মিনিট আগেপায়ের পাতায় আলতা, হাতে মেহেদি, চোখে লাজুক স্বপ্ন। অথচ স্কুলব্যাগ ছুঁয়ে থাকা বয়সেই জীবনের সবচেয়ে বড় দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল মেয়েটিকে। ১৪ বছর বয়সে তাকে বিদায় জানাতে প্রস্তুত ছিল তার পরিবার। ঠিক সেই মুহূর্তে বিয়েবাড়িতে হাজির ইউএনও। থেমে যায় বাল্যবিয়ে, জরিমানাসহ মেয়ের বাবার নেওয়া হয় মুচলেকা। গতকাল...
৪ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে জামাল হোসেন (৫৪) নামের এক অটোরিকশাচালককে হত্যা মামলার প্রধান আসামি বাচ্চু মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ রায় দেন।
১৮ মিনিট আগে