Ajker Patrika

নাসিক নির্বাচন: ইভিএমে বয়স্কদের অনভ্যস্ততার কারণে কেন্দ্রে দীর্ঘ লাইন

আল-আমিন রাজু, নারায়ণগঞ্জ থেকে 
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩: ২৮
Thumbnail image

ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট দিতে গিয়ে বয়স্ক ভোটাররা একটু জটিলতায় পড়ছেন। ভোট দেওয়ার নিয়ম মনে না থাকা বা আঙুলের ছাপ না মেলায় এই সমস্যায় পড়ছেন তাঁরা। অনেকের আধা ঘণ্টা পর্যন্ত সময় লাগছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এতে কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। 

আজ রোববার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, কদমরসুল পৌরসভা ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। প্রথমবার ২০১১ সালে ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে ভোট হয়েছে। এবার পুরো সিটিতে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। 

অবশ্য ভোট শুরুর পর বেশির ভাগ ভোটারই ইভিএমে খুব সহজে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ইভিএমে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। কয়েকটি কেন্দ্রে বেশ কিছু বয়স্ক ভোটার ইভিএমে ভোট দিতে গিয়ে জটিলতায় পড়েছেন। সবচেয়ে বেশি জটিলতায় পড়েছেন বয়স্ক নারী ভোটাররা। 

মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন। ছেলের বউকে সঙ্গে নিয়ে এই কেন্দ্রে ভোট দিতে আসেন ষাটোর্ধ্ব রহিমা খাতুন। নির্বাচন কর্মকর্তাদের সহায়তায় ভোট দিয়েছেন তিনি। রহিমা বলেন, ‘ভালোই তো দিলাম, তয় মেশিনের কাম ঠিকঠাক বুঝি না। এইজন্য দেরি হইসে আমার। তবে ভোট দিসি ঠিকঠাক।’ 

‘আগে তো ছাপ্পর মাইরা ভোট দিসি। ওইটা সহজ আছিল, এইডাও সহজ। তয় আমরা তো বুঝি না কেমনে মেশিন চালায়। যারা বোঝে তাগো লইগ্যা সহজ।’ লাজুক ভঙ্গিতে বলেন রহিমা খাতুন। 

এই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আবু জাফর সাইফুল্লাহ বলেন, ‘তিনজন ভোট দিয়েছে অন্তত আধা ঘণ্টা সময় নিয়ে। এরা ঠিকঠাক না বোঝায় সময় নষ্ট হচ্ছে। অন্যদিকে বাইরে দীর্ঘ লাইন। আমরা গোপন কক্ষের বাইরে থেকে তাদের বোঝাতে যথাসাধ্য চেষ্টা করছি।’ 

নির্বাচন কর্মকর্তারা বলছেন, নানা কারণে অনেকের আঙুলের ছাপ মেলে না। যাঁদের আঙুলের ছাপ মেলে না, তাঁদের এনআইডি যাচাই করে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, যাঁরা সেই নিয়ম একেবারেই জানেন না, তাঁদের ভোটকেন্দ্রেই ভোট দেওয়ার নিয়ম শিখিয়ে দেওয়া হচ্ছে। 

বাবুরাইল ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটগ্রহণ সুন্দর হচ্ছে। প্রচুর মানুষ ভোট দিতে এসেছেন। ভোট শুরুর আগে সকাল ৭টায় প্রতীকী ভোটের আয়োজন হয়।’ 

ভোটারদের দীর্ঘ লাইন কেন হচ্ছে, সেই প্রশ্নে এই নির্বাচনী কর্মকর্তা বলেন, ‘তরুণদের চেয়ে বয়স্করা ভোট দিতে দেরি করেন। অনেক সময় তাঁদের আঙুলের ছাপ মেল না। আবার কখনো তাঁরা কীভাবে ভোট দিতে হয় তা বোঝেন না। ইভিএমের বাটন চাপার ক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে দেরি করেন বয়স্করা। প্রযুক্তির সঙ্গে তরুণেরা পরিচিত থাকায় তাঁরা ভোট দিতে খুব কম সময় নেন।’ 

এই কেন্দ্রের নারীদের বুথের সহকারী প্রিসাইডিং অফিসার বিজয় কুমার সাহা বলেন, ‘নারীদের বেশি সমস্যা হচ্ছে, তাঁদের ফিঙ্গার প্রিন্ট মেলে না। এ ছাড়া তাঁরা ইভিএমে ভোট দিতে অভ্যস্ত না থাকায় বেশি সময় নেন। ফলে কেন্দ্রের বাইরে ভিড় বাড়ছে।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত