Ajker Patrika

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হয়েছে ৩৪ হাজার যানবাহন

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫: ০০
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হয়েছে ৩৪ হাজার যানবাহন

ঈদযাত্রায় ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে পারাপার হয়েছে প্রায় ৩৪ হাজার যানবাহন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর ওপর দিয়ে ঢাকাগামী ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা। 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রাজধানীর সঙ্গে সড়কপথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগমাধ্যম। ঈদের সময় ঘরমুখী মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজট। এই সড়ক দিয়ে দেশের অন্তত ২৩-২৪টি জেলার যানবাহন চলাচল করে। 
 
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ৯টি বুথ দিয়ে টোল আদায় ও পশ্চিম পাড়েও ৯টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। আমরা সার্বক্ষণিক টোল প্লাজা সচল রাখার চেষ্টা করছি। যদি সফটওয়্যারে সমস্যা হয়, তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত