Ajker Patrika

মোটরসাইকেলে চড়ে ছিনতাই, গ্রেপ্তার ৪ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
মোটরসাইকেলে চড়ে ছিনতাই, গ্রেপ্তার ৪ 

মোটরসাইকেলে চড়ে ছিনতাই করেন তাঁরা। ছিনতাইয়ের কাজে ব্যবহার করেন দামি মোটরসাইকেল। জেলার ভৈরব উপজেলার চণ্ডীবের মির্জা চত্বর থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার চণ্ডীবর এলাকার সোহাগ মিয়া, সাদির মিয়া, আরিয়ান মিয়া ও সাব্বির মিয়া। ভৈরব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

সফিকুল ইসলাম বলেন, গত রোববার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের রাণী বাজারের একজন ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলে চড়ে তাঁর বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চণ্ডীবের ব্রিজের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর মোটরসাইকেল আটকান। পরে মোক্তার হোসেনকে মারধর করে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ৫ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী ভৈরব থানায় বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন মোক্তার। পরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

ওসি সফিউল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত