Ajker Patrika

বারিধারায় গাড়ির শোরুমে ঢুকে গেল তেলের লরি, যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
বারিধারায় তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে। ছবি: সংগৃহীত
বারিধারায় তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা-নতুনবাজার এলাকায় তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে ঢুকে এক পথচারী যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভাটারা থানার বারিধারা জে ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক (২৬) বছর।

পথচারী মো. হৃদয় বলেন, বেলা আনুমানিক ২টার দিকে একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে যায়। এরপর ফুটপাতে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ভাটারা থানা-পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে যেতে বলে। প্রথমে তাঁকে স্থানীয় উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান তিনি। তবে ওই যুবকের পরিচয় জানতে পারিনি।

ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম রিপন বলেন, দুপুরে বাড্ডাগামী পদ্মা ওয়েল কোম্পানির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরাতন গাড়ির শোরুমে ঢুকে যায়। এতে এক পথচারী চাপা পড়ে। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান। তবে ঘটনার পরপরই তেলের লরিটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত