Ajker Patrika

৭৪ দিন ধরে নিখোঁজ শিশু মোরসালিন 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ০৭
৭৪ দিন ধরে নিখোঁজ শিশু মোরসালিন 

ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ। মোরসালিন চর চন্দনা আশাপুর গ্রামের মো. আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে। এ ঘটনায় মোরসালিনের মা ইতি খাতুন মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর নানির কাছে থাকত সে। গত ২৫ জুন সকালে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এদিন রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার নানি অনেক খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই নিখোঁজ শিশু মোরসালিন। এদিকে ছেলের খোঁজে গত ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় জিডি করা হয়। এদিকে নিখোঁজের প্রায় আড়াই মাস পার হলেও উদ্ধার হয়নি শিশু মোরসালিন। 

নিখোঁজ মাদ্রাসাছাত্র মোরসালিনের বয়স ১১, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ছিল। 

মোরসালিনের মা ইতি বেগম বলেন, ‘প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ছেলে হাজির হবে। কিন্তু সকাল গড়িয়ে রাত আসে আর আমার মোরসালিন আসে না। সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া শেষ। এখন বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছি।’ 

গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, মোরসালিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। 

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘জিডি করার পর থেকে বড় পরিসরে সোর্স লাগিয়েছি। আশা করি দ্রুতই একটা ভালো ফলাফল পাব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত