Ajker Patrika

ঢামেকে ডিএনএ পরীক্ষার পর ১৬ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মিরপুরের রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন মো. মোস্তাক আহমেদ।

আবাসিক সার্জন মোস্তাক আহমেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিনটি অ্যাম্বুলেন্সযোগে ১৬টি লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৯ জন পুরুষ ও সাতজন মহিলা। মরদেহগুলোর বেশির ভাগ অংশই পুড়ে গেছে।

মোস্তাক আহমেদ বলেন, আপাতত মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আগামীকাল মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। তারপর আইন অনুযায়ী পর্যায়ক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে জরুরি বিভাগের মর্গে গিয়ে দেখা যায়, নিখোঁজ স্বজনদের ভিড়। মরদেহ দেখতে না পেরে তাঁরা আক্ষেপ করছেন। অনেকেই সঙ্গে করে নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে এসেছেন।

এ ঘটনায় নিখোঁজ মার্জিয়া সুলতানা (১৮) ও তাঁর স্বামী জয় মিয়াকে (২০) খুঁজতে ঢামেকে এসেছেন তাঁদের স্বজনেরা। মার্জিয়ার বাবা সুলতান মিয়া বলেন, ‘আমাদের বাড়ি বরগুনা জেলার ধর্মপাশা উপজেলায়। আমার মেয়ে মার্জিয়া ও জামাই জয় ওই গার্মেন্টসে কাজ করত। তারা রূপনগর শিয়ালবাড়ি এলাকায় থাকত। জয় অপারেটর ও মার্জিয়া হেলপারের কাজ করত। আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে তাদের খুঁজে পাই না। পরে অনেকগুলো মরদেহ উদ্ধার হয়েছে শুনে ঢাকা মেডিকেলে আসছি। কিন্তু এখনো আমাদের মরদেহ দেখতে দেওয়া হয়নি।’

সুলতান মিয়া আরও বলেন, ‘মার্জিয়ার চার মাস আগে বিয়ে হয়েছে। যদি আমার মেয়ে মরেও থাকে, তবে তাদের মরদেহ তো পাব। তাই হাসপাতালে ছুটে আসি।’

নিখোঁজ মৌসুমী আক্তারের (১৮) বোনজামাই আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের বাড়ি লারমনিরহাট হাতিবান্ধা উপজেলার কেতলিবাড়ি গ্রামে। বর্তমানে রূপনগর শিয়ালবাড়ি আবাসিক এলাকায় থাকতাম। যে ভবনে আগুন লেগেছে, তার পাশের গার্মেন্টসে কাজ করতাম। ঘটনার পর অনেক হাসপাতালে তাকে খুঁজেছি। কিন্তু কোথাও খুঁজে পাই না। তাই মরদেহ উদ্ধারের কথা শুনে ঢাকা মেডিকেলে আসছি। এখন মরদেহ দেখার অপক্ষায় আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

অব্যাহতি চাওয়ার পর মাউশি মহাপরিচালক আজাদ খানকে ওএসডি

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত