মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে আগাম জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমন-২০২৩ মৌসুমে হেড টু হেড প্রদর্শনীর ব্রি-৭৫ ও বিনা ৭ ও ১৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) অর্থায়নে ও বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) বাস্তবায়নে স্বল্প মেয়াদি উফশী (উচ্চ ফলনশীল) জাতের ব্রি-৭৫, বিনা-৭, বিনা-১৬, বিনা-১৭ ও বিনা-২২ জাতের ধানের আবাদ করা হয়।
মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছরদিয়া মাঠে মো. নাছিরুজ্জামান লিটনের জমিতে রোপণ করা পাকা ধান কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান। এ সময় এসডিসির মাঠ সমন্বয়কারী দিবাকর মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চাষি ইমরাত শেখ, টিপু জেয়াদ্দার ও বাবু মীর উপস্থিত ছিলেন।
কাটা ধান মাড়াই শেষে দেখা যায়, হেক্টর প্রতি ব্রি-৭৫ জাত ৫ দশমিক ২৩ মেট্রিকটন, বিনা-৭ জাত ৪ দশমিক ৮৯ এবং বিনা-১৬ জাত ৪ দশমিক ৫২ মেট্রিকটন ফলন হয়েছে।
ধানচাষি নাছিরুজ্জামান লিটন বলেন, রোপণ করা পাঁচটি জাতের ধান সবই ভালো। তবে বিনা-১৭ এবং বিনা-২২ জাতের ধানে বেশি ফলন হওয়ায় চাষিরা জাতগুলো বেশি পছন্দ করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, রোপণ করা স্বল্প মেয়াদি উফশী জাতের ধানগুলো যথাযথভাবে চাষ করলে খুব অল্প সময়ে ঘরে তোলা যায় এবং ফলনও ভালো। রোগ বালাই অপেক্ষাকৃত কম। আগাম জাতের ধান হওয়ায় জমি থেকে দ্রুত কেটে অন্য রবি ফসল বপন করা যায়।
ফরিদপুরের মধুখালীতে আগাম জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমন-২০২৩ মৌসুমে হেড টু হেড প্রদর্শনীর ব্রি-৭৫ ও বিনা ৭ ও ১৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) অর্থায়নে ও বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) বাস্তবায়নে স্বল্প মেয়াদি উফশী (উচ্চ ফলনশীল) জাতের ব্রি-৭৫, বিনা-৭, বিনা-১৬, বিনা-১৭ ও বিনা-২২ জাতের ধানের আবাদ করা হয়।
মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছরদিয়া মাঠে মো. নাছিরুজ্জামান লিটনের জমিতে রোপণ করা পাকা ধান কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান। এ সময় এসডিসির মাঠ সমন্বয়কারী দিবাকর মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চাষি ইমরাত শেখ, টিপু জেয়াদ্দার ও বাবু মীর উপস্থিত ছিলেন।
কাটা ধান মাড়াই শেষে দেখা যায়, হেক্টর প্রতি ব্রি-৭৫ জাত ৫ দশমিক ২৩ মেট্রিকটন, বিনা-৭ জাত ৪ দশমিক ৮৯ এবং বিনা-১৬ জাত ৪ দশমিক ৫২ মেট্রিকটন ফলন হয়েছে।
ধানচাষি নাছিরুজ্জামান লিটন বলেন, রোপণ করা পাঁচটি জাতের ধান সবই ভালো। তবে বিনা-১৭ এবং বিনা-২২ জাতের ধানে বেশি ফলন হওয়ায় চাষিরা জাতগুলো বেশি পছন্দ করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, রোপণ করা স্বল্প মেয়াদি উফশী জাতের ধানগুলো যথাযথভাবে চাষ করলে খুব অল্প সময়ে ঘরে তোলা যায় এবং ফলনও ভালো। রোগ বালাই অপেক্ষাকৃত কম। আগাম জাতের ধান হওয়ায় জমি থেকে দ্রুত কেটে অন্য রবি ফসল বপন করা যায়।
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
৮ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
১৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে পার্সিয়ান প্রজাতির সেই পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন মালিক মো. সানাউল্লাহ। আজ রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়ালছানাগ
২০ মিনিট আগে