Ajker Patrika

ছাগলকাণ্ডের সেই মতিউরের বিদেশ যাওয়ার রিট খারিজ

অনলাইন ডেস্ক
মতিউর রহমান। ছবি: সংগৃহীত
মতিউর রহমান। ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মতিউরের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মতিউর রহমান এখন আর বিদেশে যেতে চান না। এ জন্য আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমানের বিদেশ যাওয়ার অনুমতি আদালত দিতে চাননি। এ জন্য তারা নট প্রেস করেছেন।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান, তাঁর স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায় গত ২৪ জুন নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত