সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তাঁরা।
জানা যায়, আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছেন। আজ আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি তাঁরা গার্মেন্টসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন তিনি। পরবর্তীতে তাঁকে একাধিকবার কল করা হয়। কিন্তু আর কল ধরেননি তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবেন। যদি তাঁরা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তাঁরা।
জানা যায়, আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছেন। আজ আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি তাঁরা গার্মেন্টসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন তিনি। পরবর্তীতে তাঁকে একাধিকবার কল করা হয়। কিন্তু আর কল ধরেননি তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবেন। যদি তাঁরা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্তপ্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ।
৫ মিনিট আগেবরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা।
৮ মিনিট আগেতিনি বলেন, ‘সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচ ব্যক্তি। তিনি পলাতক থাকায় তাঁর স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে। আজ রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালংকার আনতে। সে সময় বাড়ির লোকজন
১৭ মিনিট আগেঅশিক্ষিত চাষাভুষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, ‘গরিবের ট্যাক্সের টাকায় রাষ্ট্র-সরকার চলে, আর গরিব থাকে বঞ্চিত। অশিক্ষিত, মূর্খ চাষাভুষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে।’
২০ মিনিট আগে