Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টা থেকে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তাঁরা।

জানা যায়, আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। 

মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছেন। আজ আমাদের বেতন বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি তাঁরা গার্মেন্টসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। 

বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন তিনি। পরবর্তীতে তাঁকে একাধিকবার কল করা হয়। কিন্তু আর কল ধরেননি তিনি। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবেন। যদি তাঁরা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত