Ajker Patrika

গোমতী নদীর পানি বেড়ে লোকালে প্রবেশ, ঘর-বাড়ি ও ধান খেত প্লাবিত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
Thumbnail image

ভারত থেকে আসা ঢল ও ভারী বর্ষণে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোমতী নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। এতে ৫ শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানি ঢুকে শতাধিক ঘর-বাড়ি ও পাকা আউশ ধান খেত তলিয়েছে। 

এদিকে গোমতী নদীর পাড় গোমতী নদীর পাড় রক্ষাকারী বাঁধ কানায় কানায় পানিপূর্ণ হয়ে গেছে। বাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে প্রবেশ করার শঙ্কায় সেখানে জড়ো হয়েছেন স্থানীয়রা। বিভিন্ন স্থানে সতর্ক পাহারা বসিয়েছেন তাঁরা। 

গতকাল বুধবার উপজেলার মালাপাড়া ইউনিয়নের মালাপাড়া, আসাদ নগর, মনোহরপুর, অলুয়া, রামনগর ও চন্ডিপুর এলাকায় গিয়ে দেখা গেছে, গোমতী পাড় রক্ষাকারী বাঁধের ভেতরে অবস্থিত অন্তত শ’খানিক বাড়িঘরে পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে পাঁচ শতাধিক মানুষ। কেউ কেউ বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। অনেকে কোথাও যেতে না পেরে বৃষ্টিতে খোলা আকাশের নিচে অবস্থান করছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটের কথা জানিয়েছে কেউ কেউ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁদের কাছে কোনো সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছেন বন্যা কবলিতরা। 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার গোমতী নদীর চরে ৫০ হেক্টর জমিতে আউশের চাষ করা হয়েছে। 

ফসল কাটার সপ্তাহ খানের আগে পানিতে আউশের খেত তলিয়ে যাওয়ায় ব্যাপক লোকসানে পড়বেন বলে জানিয়েছেন গোমতী পাড়ের কৃষকেরা। এ ছাড়া উপজেলার সবজির ভান্ডার হিসেবে পরিচিত গোমতীর চরে এখন পানি থই থই করছে। 

স্থানীয় কবির হোসেনসহ আরও অনেকে জানান, ২০০৪ সালের পর গোমতীর এমন ভয়াবহতা দেখেননি তারা। গত দুই দিনে যেভাবে পানি বাড়ছে তা অব্যাহত থাকলে বিস্তীর্ণ লোকালয়ে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 

গোমতী নদীর পানি বেড়ে তলিয়েছে বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকাআলুয়া এলাকার জাসমিন আক্তার বলেন, ‘সকালেও বাড়িতে রান্না করেছি। সন্ধ্যায় পানি জানালা দিয়ে প্রবেশ করছে। হঠাৎ বাড়িতে পানি ঢুকে পড়ায় অনেক জিনিসপত্র ভেসে গেছে। কোথায় থাকব, কী খাব এ নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন পর্যন্ত সহায়তার জন্য কেউ এগিয়ে আসে নাই।’ 
 
মালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আমরা ইতিমধ্যে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছি। বন্যাদুর্গতদের জন্য শুকনো খাবার ও পানীয়র ব্যবস্থা করা হচ্ছে। বেড়িবাঁধের ভেতরে অবস্থানকারী সকলকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে।’ 

গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত