মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এখন খাল-বিলে আগের মতো মাছ মেলে না। তার ওপরে এ বছর পানি দেরিতে এসেছে। তাই গত কয়েক বছরের তুলনায়ও এবার মাছ মিলছে কম, যে কারণে কমে গেছে মাছ ধরার ফাঁদ আন্তা বা চাঁইয়ের চাহিদা। যাঁরা বর্ষা মৌসুমে বিক্রির জন্য আন্তা বা চাঁই তৈরি করেছেন, এ বছর তাঁদের হতাশ হতে হয়েছে। বাজারে চাহিদা না থাকায় মাছ ধরার এসব ফাঁদ নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহেবাবাদ বাজারে গিয়ে দেখা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা ও দেবীদ্বার উপজেলার বুড়ির পাড় গ্রামের কয়েকজন ব্যবসায়ী মাছ ধরার আন্তা বিক্রির জন্য বাজারে এনেছেন। নিজেদের তৈরি ছোট, বড়, মাঝারি আকারের ফাঁদ নিয়ে এসেছেন তাঁরা। কিন্তু বাজারে এসব ফাঁদ কেনার ক্রেতা নেই বললেই চলে।
আন্তা কিনতে আসা উপজেলার নাইঘর গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার সঙ্গে কথা হলে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলায় দেশীয় চিংড়ি, পুঁটি, খলিসা, কই, শিং, ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তা ছাড়া এ বছর পানি দেরিতে আসায় আগের মতো মাছের আনাগোনা নেই। তার পরও আমি প্রতিবছরের মতো একটি আন্তা কিনেছি।’
সাহেবাবাদ বাজারে আন্তা বিক্রি করতে আসা মফিজ উদ্দিন বলেন, কয়েক বছর আগেও বর্ষাকালে এই উপজেলায় জমিতে, নালায়, খালে, বিলে পানিতে টইটুম্বুর হয়ে যেত। পানির সঙ্গে হরেক রকমের মাছ ভেসে বেড়াত। এসব মাছ শিকার করার জন্য চলাচলের পথে চাঁই বা আন্তা পেতে রাখা হতো। কিন্তু এ বছর মাছ না থাকায় আন্তা পেতে মাছ শিকার করার আগ্রহ মানুষের মধ্যে কমে গেছে। তাঁরা আর আগের মতো আন্তা কেনেন না।
আরেক বিক্রেতা সুলতান মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খালে-বিলে পানি ও মাছ না থাকায় বাজারে আন্তার চাহিদা এবং দাম দুটোই কম এখন। আগে বর্ষা মৌসুমের শুরুতেই হাট-বাজারগুলোতে আন্তা বেচা-কেনার ধুম পড়ে যেত। বাজারে আসা বেশির ভাগ মানুষই আমাদের কাছ থেকে মাছ ধরার এসব ফাঁদ কিনে নিয়ে যেত। এ বছর মাছ ধরার জন্য আন্তা কিনছে না মানুষ। বাজারে ক্রেতা না থাকায় এসব আন্তা নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে আমাদের।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এখন খাল-বিলে আগের মতো মাছ মেলে না। তার ওপরে এ বছর পানি দেরিতে এসেছে। তাই গত কয়েক বছরের তুলনায়ও এবার মাছ মিলছে কম, যে কারণে কমে গেছে মাছ ধরার ফাঁদ আন্তা বা চাঁইয়ের চাহিদা। যাঁরা বর্ষা মৌসুমে বিক্রির জন্য আন্তা বা চাঁই তৈরি করেছেন, এ বছর তাঁদের হতাশ হতে হয়েছে। বাজারে চাহিদা না থাকায় মাছ ধরার এসব ফাঁদ নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহেবাবাদ বাজারে গিয়ে দেখা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা ও দেবীদ্বার উপজেলার বুড়ির পাড় গ্রামের কয়েকজন ব্যবসায়ী মাছ ধরার আন্তা বিক্রির জন্য বাজারে এনেছেন। নিজেদের তৈরি ছোট, বড়, মাঝারি আকারের ফাঁদ নিয়ে এসেছেন তাঁরা। কিন্তু বাজারে এসব ফাঁদ কেনার ক্রেতা নেই বললেই চলে।
আন্তা কিনতে আসা উপজেলার নাইঘর গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার সঙ্গে কথা হলে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলায় দেশীয় চিংড়ি, পুঁটি, খলিসা, কই, শিং, ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তা ছাড়া এ বছর পানি দেরিতে আসায় আগের মতো মাছের আনাগোনা নেই। তার পরও আমি প্রতিবছরের মতো একটি আন্তা কিনেছি।’
সাহেবাবাদ বাজারে আন্তা বিক্রি করতে আসা মফিজ উদ্দিন বলেন, কয়েক বছর আগেও বর্ষাকালে এই উপজেলায় জমিতে, নালায়, খালে, বিলে পানিতে টইটুম্বুর হয়ে যেত। পানির সঙ্গে হরেক রকমের মাছ ভেসে বেড়াত। এসব মাছ শিকার করার জন্য চলাচলের পথে চাঁই বা আন্তা পেতে রাখা হতো। কিন্তু এ বছর মাছ না থাকায় আন্তা পেতে মাছ শিকার করার আগ্রহ মানুষের মধ্যে কমে গেছে। তাঁরা আর আগের মতো আন্তা কেনেন না।
আরেক বিক্রেতা সুলতান মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খালে-বিলে পানি ও মাছ না থাকায় বাজারে আন্তার চাহিদা এবং দাম দুটোই কম এখন। আগে বর্ষা মৌসুমের শুরুতেই হাট-বাজারগুলোতে আন্তা বেচা-কেনার ধুম পড়ে যেত। বাজারে আসা বেশির ভাগ মানুষই আমাদের কাছ থেকে মাছ ধরার এসব ফাঁদ কিনে নিয়ে যেত। এ বছর মাছ ধরার জন্য আন্তা কিনছে না মানুষ। বাজারে ক্রেতা না থাকায় এসব আন্তা নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে আমাদের।’
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পড়ে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ মে) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেহত্যা, অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরকসহ ৩৩ মামলার আসামি কাজী তারেককে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর সরকারি এম এম কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেটাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয়। হয়রানি করা হয় বছরের পর বছর। দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাবনা কার্যালয়ে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে উঠে এসেছে এমন তথ্য।
৭ মিনিট আগেপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন ধরে আন্দোলন করছেন। ২৮ এপ্রিল থেকে এ আন্দোলন চলছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ কর্মী কর্মরত।
১৩ মিনিট আগে