Ajker Patrika

আটকের ৩ বছর পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আটকের ৩ বছর পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের ৩ বছর পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নাগরিক। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তাঁরা।

বাংলাদেশি নাগরিকেরা হলেন-চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার।

আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বাংলাদেশের রামগড় সীমান্ত অতিক্রম দিয়ে ভারতে প্রবেশের পর ওই ৫ বাংলাদেশি ত্রিপুরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলা ওল্ড এইচে তাঁদের রাখা হয়।  পরে বাংলাদেশে তাঁদের ঠিকানা নিশ্চিতের পর দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। 

আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় ফেরত আসাদের গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, এস এম আসাদুজ্জামান, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকসহ ভারত ফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। 

পরে ওই ৫ জনের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত